ডিসান হাসপাতালে রয়েছে আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞ বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে উচ্চমানের মাল্টিস্পেশালিটি চিকিৎসা পরিষেবা।
বিশ্বমানের হৃদরোগ চিকিৎসা, এখন আমাদের হাসপাতালে
আমাদের হাসপাতালে রয়েছে উন্নত মানের কার্ডিয়াক সুবিধা — অত্যাধুনিক ক্যাথ ল্যাব, কার্ডিয়াক কেয়ার ইউনিট (CCU), বিশেষ কার্ডিয়াক ওটি, TMT, হল্টার মনিটরসহ আরও অনেক কিছু।
অভিজ্ঞ ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ও কার্ডিয়াক সার্জনদের দক্ষ টিম নানা ধরনের হৃদরোগের সুচিকিৎসায় প্রতিশ্রুতিবদ্ধ
কাটিং-এজ প্রযুক্তি এবং বিশেষজ্ঞ টিমের সাহায্যে আমরা সব স্টেজের ক্যান্সারের চিকিৎসা করে থাকি। অঙ্কোলজি স্পেশালিস্টদের নিয়ে গঠিত বিভাগটি সব রকমের ক্যান্সার এর চিকিৎসা যেমন মেডিকেল অঙ্কোলজি, হেমাটোলজি, রেডিয়েশান অঙ্কোলজি, স্পেশালাইজড অঙ্কো সার্জারি। কেমোথেরাপি, রেডিওথেরাপি এবং হরমোন-থেরাপির মতো প্রচলিত ক্যান্সারের চিকিৎসার পাশাপাশি আমাদের অঙ্কোলজি বিভাগ নিউক্লিয়ার মেডিসিন এবং স্টেম সেল ট্রান্সপ্ল্যান্টের মত নতুন প্রযুক্তি ব্যবহার করছে ।
যে কোন ধরণের স্নায়ুর সমস্যায়, শিশু থেকে প্রাপ্ত বয়স্ক সকলের জন্যই আমাদের নিউরোলজি বিভাগ সবরকমের চিকিৎসা পরিষেবা পাওয়া যায় । বিশেষজ্ঞ নিউরোলজিস্ট ও নিউরোসার্জেনদের নিয়ে গঠিত টিম অত্যন্ত দক্ষতার সাথে বিভিন্ন ধরণের নিউরোলজিক্যাল ডিসঅর্ডারের চিকিৎসা করে থাকে। এমআরআই, সিটি স্ক্যান, ইসিজি এবং ইইজি সহ আধুনিক ডায়াগনস্টিক এবং চিকিৎসার সুব্যবস্থা রয়েছে। এছাড়াও রয়েছে অত্যাধুনিক ক্রিটিকাল কেয়ার ইউনিট এবং পুনর্বাসন কেন্দ্র যেখানে রোগীদের সবসময় পরিচর্যা করা হয় যাতে তারা দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরে যেতে পারেন।
গ্যাস্ট্রোএন্টেরোলজি বিভাগটি দক্ষ এবং প্রশিক্ষিত গ্যাস্ট্রোএন্টেরোলজিস্টদের নিয়ে গঠিত এখানে বিভিন্ন গ্যাস্ট্রোইনটেস্টিনাল রোগের নির্ণয় এবং চিকিৎসা করা হয়। পাচনতন্ত্রের উপরের সমস্যা, পেট, লিভার, কোলন, অন্ত্র এবং অগ্ন্যাশয় সম্পর্কিত সমস্যারগুলোর চিকিৎসা করা হয়। এই বিভাগটি সার্জিক্যাল গ্যাস্ট্রোএন্টেরোলজি, মেডিকেল অঙ্কোলজি, রেডিওলজি, রেডিওথেরাপি, অ্যানাস্থেসিওলজি এবং ইনটেনসিভ কেয়ার বিশেষজ্ঞদের সমন্বয়ে গড়ে উঠেছে।
আমাদের অর্থোপেডিক বিশেষজ্ঞরা হাড় ও জয়েন্টের চিকিৎসার বিভিন্ন দিক যেমনঃ কমপ্লেক্স ট্রমা, পলি ট্রমা এবং হাড়ের অন্যান্য বিষয়ের চিকিৎসা করে থাকে। আমাদের স্পেশালিস্টরা হাড়ের বিভিন্ন অসুবিধা, জয়েন্ট এবং বিভিন্ন ধরণের পেশীবহুল সমস্যার চিকিৎসা করে থাকে। অভিজ্ঞ অর্থোপেডিক সার্জেন ছাড়াও এই বিভাগে বিশেষজ্ঞ অকুপেশনাল থেরাপিস্ট, এবং ফিজিওথেরাপিস্ট রয়েছেন ।
প্রতিবছর বাংলাদেশ থেকে অসংখ্য রোগী চিকিৎসার জন্য ডিসান হাসপাতালে আসেন। তাঁদের আস্থা ও নির্ভরতার পেছনে রয়েছে একাধিক কারণ:
পশ্চিমবঙ্গে ভাষা ও সংস্কৃতির মিল থাকায় বাংলাদেশি রোগীরা চিকিৎসার সময় আত্মীয়স্বজনের মতো পরিচিত পরিবেশ অনুভব করেন। ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে সহজে কথা বলা ও বোঝাপড়া সম্ভব হয়।
স্ট্রোক, হার্ট অ্যাটাক, দুর্ঘটনা, বার্ন বা যেকোনো জটিল অবস্থায় সার্জন ও বিশেষজ্ঞ চিকিৎসকরা ২৪x৭ ডিসানে উপস্থিত থাকেন। জরুরি অবস্থায় রাতের মধ্যেও অপারেশন সম্ভব হয়।
স্ট্রোক, ট্রমা বা বার্নের মতো ইমার্জেন্সিতে সময়মতো সঠিক সিদ্ধান্ত জীবন রক্ষা করে। ডিসান হাসপাতাল সেই দ্রুত ও কার্যকর চিকিৎসার জন্য পরিচিত।
ডিসান হাসপাতাল সর্বোচ্চ মানের ২৪ ঘণ্টার জরুরি পরিষেবা প্রদান করে রাত দিন, সাত দিন। আমাদের লক্ষ্য একটাই… জীবন বাঁচানো।
রোগ নির্ণয় থেকে চিকিৎসা ও পরবর্তী ফলোআপ - সবকিছুই এখানে এক ছাদের নিচে।
সমস্ত মেডিকেল ডকুমেন্ট আমাদের অনলাইনে পাঠিয়ে পরীক্ষা করিয়ে নিন
ভারতে আসার ভিসার জন্য আছে বিশেষ ডেস্ক ও আন্তর্জাতিক রোগীদের জন্য ইন্টারন্যাশনাল লাউঞ্জ
ডিসানে আসা রোগী ও রোগীর আত্মীয়দের সবরকম খেয়াল রাখি আমরা
চিকিৎসা করিয়ে বাড়ি ফেরার পরেও ডিসান রোগীর স্বাস্থ্য সম্পর্কে নিয়মিত আপডেট নেয়
নিরাপদ, দ্রুত, সাশ্রয়ী এবং ব্যক্তিগত যত্নের প্রতিশ্রুতি ডিসান হল পূর্ব ভারতের একমাত্র এনএবিএইচ অনুমোদিত হাসপাতাল যা বার্ন ইউনিটসহ অত্যাধুনিক ও বিশ্বমানের পরিকাঠামোয় সজ্জিত।
720, Eastern Metropolitan Bypass, Golpark, Sector I, Kasba, Kolkata, West Bengal 700107
দমদম বিমানবন্দর, হাওড়া ও শিয়ালদহ স্টেশন থেকে, যে কোনো মেট্রো স্টেশন থেকে বা বাসে ডিসান হাসপাতাল কলকাতায় পৌঁছাতে পারেন।
Beside Medical College, Siliguri, West Bengal 734012
ডিসান হাসপাতাল শিলিগুড়ি এনজেপি রেল স্টেশন থেকে মাত্র ১৫ মিনিট দূরে। বাগডোগরা বিমানবন্দর থেকেও সহজেই পৌঁছানো যায়।
আমাদের ডিসান হসপিটালে আসার এবং চিকিৎসার সময় বিভিন্ন পর্যায়ে যেসব সহযোগিতা আপনি পাবেন তার কিছু মূল বিষয় তুলে ধরা হল ।