হেলথ চেক আপ প্যাকেজ হল, একই সাথে অনেক গুলি টেস্ট । এই টেস্ট গুলিকে আবার ডিসান কার্ডিয়াক চেক, ডিসান ডায়াবেটিক চেক প্রভৃতি শ্রেনীতে ভাগ করা হয় ।
কখন হেলথ চেক আপ করানোর প্রয়োজন হয় ?
- সমস্যা বা রোগ সম্বন্ধে জানতেঃ বয়স বাড়ার সাথে সাথে, বয়স জনিত বিভিন্ন শারীরিক সমস্যা আসতে শুরু করে, সেগুলি জানতেও হেলথ চেক আপ করার পরামর্শ দেওয়া হয় । যেমন – ডিসান কার্ডিয়াক চেক আপ, 40 বছরের বেশী রোগীকে করার পরামর্শ দেওয়া হয় ।
- চিকিৎসার সময় কম করতেঃ যে কোন চিকিৎসা শুরু করার আগে, চেক আপ করার প্রয়োজন হয় । ভাল ভাবে বলতে -
চিরাচরিত পদ্ধতি
আপনি চিকিৎসকের কাছে যান
প্রাথমিক ভাবে চিকিৎসক পরীক্ষা নীরীক্ষা করেন
চিকিৎসক কিছু টেস্ট করার পরামর্শ দেন
কিছুদিন পর আপনি টেস্ট গুলি করান
কিছুদিন পর আপনি আপনার টেস্টের রিপোর্ট পান
তারপর আপনি আবার চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট নেন
আপনি চিকিৎসকের কাছে যান ও টেস্টের রিপোর্ট দেখান
চিকিৎসক টেস্টের রিপোর্ট দেখে চিকিৎসা করা শুরু করেন
আধুনিক পদ্ধতি
আপনি আপনার প্রয়োজন মত চেক আপ প্যাকেজ পছন্দ করেন
তারই সাথে ফোনে আপনি ডাক্তার এর অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যান
আপনি হসপিটালে এসে টেস্টগুলি করিয়ে নেন
তার 2 থেকে 3 দিনের মধ্যে আপনি টেস্টের রিপোর্ট জানতে পেরে যান
রিপোর্ট গুলি চিকিৎসক কে দেখিয়ে আপনার চিকিৎসা শুরু হয়ে যায়