এমার্জেন্সি নম্বর: 90 5171 5171
শুধুমাত্র ডিসানে, কলকাতার সবচাইতে বড় প্যাথলজি ল্যাব রয়েছে, যেখানে নিজস্ব ল্যাবে সব ধরনের সুপারস্পেস্যালিটি (অত্যাধুনিক) টেস্ট করা হয় । এর ফলে যেকোন টেস্টের রিপোর্ট জানতে অপেক্ষা করতে হয় না । একজন ICU এ ভর্তি রোগীর জন্য সঠিক সময়ে চিকিৎসা শুরু হওয়াটা ভীষণই গুরুত্বপূর্ন । বেশীরভাগ হসপিটালেই চিকিৎসা শুরু হওয়ার জন্য রোগীকে অপেক্ষা করতে হয় ও কষ্ট সহ্য করতে হয় কারন, এই সব টেস্ট গুলি করতে দীল্লী বা মুম্বই পাঠানো হয় ও টেস্টের রিপোর্ট জানতে কমপক্ষে 3 দিন সময় লাগে । কিন্তু ডিসান তার নিজস্ব ল্যাবরেটরি তেই সুপারস্পেস্যালিটি টেস্ট সহ আরও বিভিন্ন টেস্ট করে থাকে বলে, রোগীর চিকিৎসা দ্রুত শুরু করা সম্ভব হয় ও রোগীর তাড়াতাড়ি সুস্থ হওয়ার সম্ভাবনাও অনেক বেড়ে যায় । বেশীর ভাগ সময়েই অনেক ভাল চিকিৎসকও, সঠিক সময়ে টেস্টের রিপোর্ট না পাওয়ার ফলে সময়ে সঠিক চিকিৎসা শুরু করতে পারেন না ।
উচ্চমানের পরিষেবা দেওয়ার জন্য ডিসান প্যাথলজি ল্যাব, ভারত সরকারের “ন্যাশনাল অ্যাক্রিডিটেশন বোর্ড ফর ল্যাবরেটরিস (NABL)” দ্বারা স্বীকৃত ।