এমার্জেন্সি নম্বর: 90 5171 5171

EMERGENCY NUMBER : 90 5171 5171

সুপারস্পেস্যালিটি ল্যাব – সুপারস্পেস্যালিটি টেস্টের রিপোর্ট জানতে কোন অপেক্ষা করতে হয় না

 

নিজস্ব ল্যাবরেটরি তে টেস্ট কারায়, টেস্টের রিপোর্ট জানতে অপেক্ষা করতে হয় না

শুধুমাত্র ডিসানে, কলকাতার সবচাইতে বড় প্যাথলজি ল্যাব রয়েছে, যেখানে নিজস্ব ল্যাবে সব ধরনের সুপারস্পেস্যালিটি (অত্যাধুনিক) টেস্ট করা হয় । এর ফলে যেকোন টেস্টের রিপোর্ট জানতে অপেক্ষা করতে হয় না । একজন ICU এ ভর্তি রোগীর জন্য সঠিক সময়ে চিকিৎসা শুরু হওয়াটা ভীষণই গুরুত্বপূর্ন । বেশীরভাগ হসপিটালেই চিকিৎসা শুরু হওয়ার জন্য রোগীকে অপেক্ষা করতে হয় ও কষ্ট সহ্য করতে হয় কারন, এই সব টেস্ট গুলি করতে দীল্লী বা মুম্বই পাঠানো হয় ও টেস্টের রিপোর্ট জানতে কমপক্ষে 3 দিন সময় লাগে । কিন্তু ডিসান তার নিজস্ব ল্যাবরেটরি তেই সুপারস্পেস্যালিটি টেস্ট সহ আরও বিভিন্ন টেস্ট করে থাকে বলে, রোগীর চিকিৎসা দ্রুত শুরু করা সম্ভব হয় ও রোগীর তাড়াতাড়ি সুস্থ হওয়ার সম্ভাবনাও অনেক বেড়ে যায় । বেশীর ভাগ সময়েই অনেক ভাল চিকিৎসকও, সঠিক সময়ে টেস্টের রিপোর্ট না পাওয়ার ফলে সময়ে সঠিক চিকিৎসা শুরু করতে পারেন না ।

উচ্চমানের পরিষেবা দেওয়ার জন্য ডিসান প্যাথলজি ল্যাব, ভারত সরকারের “ন্যাশনাল অ্যাক্রিডিটেশন বোর্ড ফর ল্যাবরেটরিস (NABL)” দ্বারা স্বীকৃত ।

আরও জানতে
ই-মেল:info@desunhospital.com (24 ঘন্টা) অথবা,
 ফোন:(+91) 86977 21124 / (+91) 83340 31345 (সোম – শনি, সকাল 10 টা – সন্ধ্যে 6 টা)

Important Contacts

দ্রুত যোগাযোগ

আপনার প্রতিবেদন সংযুক্ত