বয়সটা কোন ভাবনার বিষয় নয় !

 
 
 

বয়সটা কোন ভাবনার বিষয় নয় !

কর্মজীবনে দেশ, পরিবার এবং কাছের মানুষের জন্য নিজেদের সারাটা জীবন দিয়েছেন আমাদের প্রবীণরা । কঠোর পরিশ্রম করে পরিবারের মুখে হাসি ফুটিয়েছেন তারা । কিন্তু এবারে সময় হয়েছে , তাদের পাশে দাঁড়ানোর । তাদের জন্য ভাবার । কলকাতার ডিসান হসপিটাল আজ আমাদের প্রবীণদের জন্য সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছে । প্রবীণ নাগরিকদের সব ধরণের মেডিক্যাল পরিষেবা দিতে ডিসানই সেরা ভরসা ।

স্পেশাল মেডিক্যাল ম্যানেজমেন্ট টিম থেকে এমার্জেন্সি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, ডিসানে একই ছাদের তলায় দিনরাত একযোট হয়ে পেশেন্টের চিকিৎসায় নিয়োজিত । 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবার সাহায্যে , পশ্চিমবঙ্গের যেকোনও জায়গা থেকে যেকোনও সময় রোগীকে ডিসানে ভর্তি করা সম্ভব । এমনকি রাত 2 টোয় ভর্তি হলেও স্পেশালিস্ট ডাক্তার এসে তখুনি চিকিৎসা করেন ।

সিনিয়ার সিটিজেনদের জন্য ডিসান নিয়ে এসছে বিশেষ মেডিক্যাল পরিষেবা । তাছাড়া অন্যান্য আরও বিশেষ সুযোগ সুবিধা শুধুমাত্র সিনিয়ার সিটিজেনদের জন্য ।

 
ডিসান কেয়ার !

সিনিয়ার সিটিজেনদের দ্বারা রেফার করা জনপ্রিয় হসপিটালের মধ্যে অন্যতম কলকাতার ডিসান হসপিটাল । হার্ট অ্যাটাক, স্ট্রোক, বার্ণ, কোমা’র মত গুরুতর মেডিক্যাল এমার্জেন্সিতে ডিসানই সেরা ভরসা । 28টি মেডিকেল বিভাগ ও 1টি সুপারস্পেশালিটি হার্ট ইন্সটিটিউট সহ ডিসানে, সব ধরণের সার্জারী করা সম্ভব ।

বেশ কয়েকটি হেল্থ চেক আপ প্যাকেজ এবং OPD তে বিভিন্ন বিভাগের ডাক্তার দেখানোর পরিষেবা একমাত্র ডিসানে । রোগীকে উচ্চমানের হেল্থ কেয়ার দিতে আশ্বস্ত করছে ডিসান হসপিটাল । লেটেস্ট বেড, উন্নতমানের স্টীল OT এবং অন্যান্য আরও আধুনিক পরিষেবা দিয়ে ডিসান পেশেন্টের সেরা চিকিৎসায় বদ্ধপরিকর । এছাড়া গ্রাউন্ড ফ্লোর বা লেবেল 1 -এ পানীয় জল, আরামদায়ক লিফ্ট ও ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে ।

সিনিয়ার সিটিজেন স্পেশাল ওফার সম্পর্কে বিশদে জানতে চাইলে কল করুন : 86977 21124 , 83340 31345

 

ডিসান হসপিটালের অ্যাডভাটেঞ্জ – জেনে নিন কেন ডিসান হসপিটাল আপনার সেরা ভরসা !

ডিসান পূর্ব ভারতের সুপারস্পেশালিটি হসপিটালগুলি’র মধ্যে অন্যতম । NABH ও NABL স্বীকৃত ডিসান হসপিটাল চিকিৎসা পরিষেবার সব ক’টি প্যারামিটার অত্যন্ত দক্ষতার সঙ্গে মেনে এসছে ।

দেশের স্বল্প কয়েকটি হসপিটালের মধ্যে ডিসান অন্যতম যেখানে 700 এরও বেশি সার্জারি করা হয় । গুরুত্বপূর্ণ সব জিনিস যুক্ত থাকে প্রতিটি প্যাকেজের সঙ্গেই । সার্জারির প্রসেস শুরু হওয়া থেকে পোষ্ট অপারেটিভ কেয়ারও যোগ হয় প্যাকেজের মধ্যে । এমনকি হসপিটাল থেকে ডিসচার্জের পরেও ডিসান আছে আপনার পাশে । হসপিটালের দক্ষ ও অভিজ্ঞ মেডিক্যাল টিমের সহায়তায় প্রতিটি প্যাকেজ তৈরী হয়েছে ।

প্রতিটি প্যাকেজের গুণগতো মান উন্নত এবং সাধ্যের মধ্যেই । একদিকে হাই কোয়ালিটি হেল্থ কেয়ারযুক্ত পরিষেবা , অন্যদিকে সাধ্যের মধ্যে থাকা খরচের সুবাদে সমগ্র দেশ থেকে ডিসান হসপিটালে রোগীরা আসেন সেরা চিকিৎসা পরিষেবা পেতে । কলকাতা, পশ্চিমবঙ্গ ছাড়াও বাংলাদেশ ,পাকিস্তান, নেপাল, ভূটান , দক্ষিণ পূর্ব এশিয়া , মধ্য প্রাচ্য থেকেও প্রচুর মানুষ ডিসান হসপিটালে চিকিৎসার জন্য আসেন এবং বাড়ি ফেরেন হাসি মুখে ।

ডিসান হসপিটালে একই ছাদের তলায় অভিজ্ঞ পেশেন্ট সার্ভিস ও 24 ঘন্টা সক্রীয় এমার্জেন্সি টিম একযোট হয়ে কাজে লেগে আছে । আর তার জন্যই আজ সেরা চিকিৎসা পরিষেবা দিতে ডিসানই মানুষের কাছে সেরা ভরসা । কর্মসূত্রে ছেলে মেয়ে দেশের বাইরে থাকে, অথচ বয়স্ক বাবা মা দেশে রয়েছেন , তাদের জন্যও ডিসান নিয়ে এসছে এক অভিনব পরিষেবা । বিদেশের মাটিতে যারা কর্মরত তাদের দেশে থাকা মা বাবা’র পাশে দাঁড়িয়েছে ডিসান । অভিনব এক পরিষেবার সূযোগ দিতে ডিসান নিয়ে এসছে “ডিসান পেরেন্ট কার্ড” । এই বিশেষ পরিষেবা সম্পর্কে বিশদে জানতে অনলাইন অথবা ফোনে যোগাযোগ করুন ।

উন্নত প্রযুক্তিযুক্ত স্টীল ওটি (STEEL OT) তে লেটেস্ট টেকনিকের সাহায্যে বিভিন্ন সার্জারি করা হয় এখানে । স্টীল ওটিতে সার্জারির ফলে পোস্ট OT ইনফ্যাকশনের সম্ভাবনা অনেক কমে যায় । উন্নত পরিকাঠামোতে বিভিন্ন ল্যাপারোস্কোপিক সার্জারী যেমন (ল্যাপ), কি হোল, মিনিমাল ইনভাসিভ জাতীয় সার্জারিগুলো হয় একই ছাতের তলায় ।

রাত 2 টোতে ভর্তি হলেও স্পেশালিস্ট ডাক্তার নিজে এসে তখনই চিকিৎসা করেন ডিসানে । এখানকার অভিজ্ঞ মেডিক্যাল টিমের তৎপরতায় স্টীল ওঠিতে যেকোনও জটিল অপারেশন সম্ভব । আর তার জন্যই কলকাতার ডিসান হসপিটালকে শতশত মানুষ ভরসা এবং রেকমেন্ড করে । এখানে আপনার সাধ্যের মধ্যে থেকেই আপনি অত্যাধুনিক সার্জারির সমস্ত সুযোগ সুবিধা পাবেন ।ডিসানের অসংখ্য সাকসেক স্টোরি বিভিন্ন সময়ে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত হয়েছে । আর ঠিক এই কারণেই মানুষের কাছে সেরা ভরসা ডিসান হসপিটাল ।

 
 আরও জানতে
ই-মেল :info@desunhospital.com (24 ঘন্টা) অথবা,
ফোন : (+91) 86977 21124 / (+91) 83340 31345 (সোম – শনি, সকাল 10 টা – সন্ধ্যে 6 টা)
IMPORTANT CONTACTS
  • Emergency Admission
    90 5171 5171

  • Ambulance Service
    86977 21124
    83340 31345

  • Surgery Package Query
    86977 21124
    83340 31345

  • Doctor's Appointment
    99039 22444
    91633 22074

  • Health Check Up and Other Queries
    033 -71 222-000

দ্রুত যোগাযোগ

Attach your Reports