এমার্জেন্সি নম্বর: 90 5171 5171

EMERGENCY NUMBER : 90 5171 5171

ট্রাফিক আইন মেনে চলুন

 

ট্রাফিক আইন মেনে চলুন ,অ্যাক্সিডেন্ট এড়িয়ে চলুন – কারন আপনার জীবন মূল্যবান !

প্রতিবছর পথ দুর্ঘটনায় 1,37,000 জন মানুষ প্রাণ হারান , 3,00,00 এরও বেশি মানুষের অঙ্গপ্রতঙ্গ নষ্ট হয়, আহত হয় প্রায় 4,00,000 জন । অ্যাক্সিডেন্ট থেকে সতর্ক হওয়ার জন্য ডিসান হসপিটালের পক্ষ থেকে রইল কিছু গুরুত্বপূর্ণ তথ্য ।

হেলমেট পড়ুন

মোটোর সাইকেল, স্কুটার থেকে পড়ে মাথায় চোট লাগার সম্ভাবনা সব থেকে বেশি ,মাথার চোট অনেক সময় ক্রিটিক্যাল পর্যন্ত হতে পারে । তাই মোটোর সাইকেল, স্কুটার নিয়ে বেরোনোর আগে হেলমেট পড়তে ভুলবেন না ।

ওভার স্পিড বা অতিরিক্ত দ্রুত গোতিতে গাড়ি চালালে প্রাণ সংশয়ের আশঙ্কা

স্পিড বা গোতি নির্দিষ্ট করা প্রয়োজন । অতিরিক্ত দ্রুত গোতিতে অনেক সময় আপনি নিয়ন্ত্রণ হারিয়ে নিজের সাথে অন্যের জীবনও বিপদে ফেলতে পারেন । তাই সতর্ক হোন । ওভার টেকিং ও অসর্তক হয়ে গাড়ি চালাবেন না ।

গাড়ি চালানোর সময় সিট বেল্ট পড়তে ভুলবেন না

সিল্ট বেল্ট পড়ে গাড়ি চালান । সিট বেল্ট ড্রাইভার এবং অন্য যাত্রীদের সুরক্ষা দেয়

ট্রাফিক আইন মেনে চলুন

ট্রাফিক লাইট উলংঙ্ঘন বা ট্রাফিক আইন মেনে না চললে বিপদ হতে পারে , এমনকি আপনি দূর্ঘটনাগ্রস্থ হতে পারেন

অতিরিক্ত জোরে গাড়ি ছোটাবেন না

বাড়ি থেকে একটু সময় নিয়ে বেরোন , আপনি সহজে এবং আস্তে ধীরে ধীরে গন্তব্যে পৌছে যাবেন ।

চেনা পরিচিত রাস্তা বা রুট বেছে নিন

রাস্তাঘাটের দূরাবস্থার কথা মাথায় রেখে চেনা পরিচিত রুটই বেছে নিন

সাধারণের জন্য ব্যবহৃত গাড়িতে ওঠার সময় কিছু কথা মাথায় রাখুন

গাড়িতে ওঠার বা নামার সময় সর্তক থাকুন , বিশেষ করে বর্ষাকালে বা জল জমে থাকা এলাকায় আরও বেশি করে সর্তক হওয়া প্রয়োজন ।

জেব্রা ক্রসিং ব্যবহার করুন

রাস্তা পার হওয়ার সময় নির্দিষ্ট জেব্রা ক্রসিং ব্যবহার করুন ।সবুজ আলো দেখলে কখনোই রাস্তা পার করবেন না এবং অতি অবশ্যই লাল আলো দেখে রাস্তা পারাপার করবেন ।

গাড়ি’র যত্ন নিন

গাড়ি’র যত্ন নেওয়া প্রয়োজন । গাড়ি’র টায়ার ,ব্রেক ,স্টেয়ারিং, ক্লাচ্, লাইট, ইঞ্জিন ওয়েল, ব্রেক ওয়েল , কোলান্টস্ কিছুদিন পর পর চেক করে নিন ।

Important Contacts

দ্রুত যোগাযোগ

আপনার প্রতিবেদন সংযুক্ত