এমার্জেন্সি নম্বর: 90 5171 5171
প্রতিবছর পথ দুর্ঘটনায় 1,37,000 জন মানুষ প্রাণ হারান , 3,00,00 এরও বেশি মানুষের অঙ্গপ্রতঙ্গ নষ্ট হয়, আহত হয় প্রায় 4,00,000 জন । অ্যাক্সিডেন্ট থেকে সতর্ক হওয়ার জন্য ডিসান হসপিটালের পক্ষ থেকে রইল কিছু গুরুত্বপূর্ণ তথ্য ।
মোটোর সাইকেল, স্কুটার থেকে পড়ে মাথায় চোট লাগার সম্ভাবনা সব থেকে বেশি ,মাথার চোট অনেক সময় ক্রিটিক্যাল পর্যন্ত হতে পারে । তাই মোটোর সাইকেল, স্কুটার নিয়ে বেরোনোর আগে হেলমেট পড়তে ভুলবেন না ।
স্পিড বা গোতি নির্দিষ্ট করা প্রয়োজন । অতিরিক্ত দ্রুত গোতিতে অনেক সময় আপনি নিয়ন্ত্রণ হারিয়ে নিজের সাথে অন্যের জীবনও বিপদে ফেলতে পারেন । তাই সতর্ক হোন । ওভার টেকিং ও অসর্তক হয়ে গাড়ি চালাবেন না ।
সিল্ট বেল্ট পড়ে গাড়ি চালান । সিট বেল্ট ড্রাইভার এবং অন্য যাত্রীদের সুরক্ষা দেয়
ট্রাফিক লাইট উলংঙ্ঘন বা ট্রাফিক আইন মেনে না চললে বিপদ হতে পারে , এমনকি আপনি দূর্ঘটনাগ্রস্থ হতে পারেন
বাড়ি থেকে একটু সময় নিয়ে বেরোন , আপনি সহজে এবং আস্তে ধীরে ধীরে গন্তব্যে পৌছে যাবেন ।
রাস্তাঘাটের দূরাবস্থার কথা মাথায় রেখে চেনা পরিচিত রুটই বেছে নিন
গাড়িতে ওঠার বা নামার সময় সর্তক থাকুন , বিশেষ করে বর্ষাকালে বা জল জমে থাকা এলাকায় আরও বেশি করে সর্তক হওয়া প্রয়োজন ।
রাস্তা পার হওয়ার সময় নির্দিষ্ট জেব্রা ক্রসিং ব্যবহার করুন ।সবুজ আলো দেখলে কখনোই রাস্তা পার করবেন না এবং অতি অবশ্যই লাল আলো দেখে রাস্তা পারাপার করবেন ।
গাড়ি’র যত্ন নেওয়া প্রয়োজন । গাড়ি’র টায়ার ,ব্রেক ,স্টেয়ারিং, ক্লাচ্, লাইট, ইঞ্জিন ওয়েল, ব্রেক ওয়েল , কোলান্টস্ কিছুদিন পর পর চেক করে নিন ।