এমার্জেন্সি নম্বর: 90 5171 5171
নভেম্বর, 2011-র “দি উইক” নামে এক জাতীয় পত্রিকা, পুরো ভারতে সমীক্ষা (সার্ভে) করে “ইন্ডিয়াস বেস্ট হসপিটালস” (ভারতের সেরা হসপিটাল) এর একটি তালিকা প্রকাশ করেছিল । ডিসান হসপিটাল ছিল, সেই তালিকায় অন্তর্ভুক্ত হসপিটাল গুলির মধ্যে অন্যতম ।
উন্নতমানের হসপিটাল পরিষেবা দেওয়ার জন্য ডিসান, সব চাইতে কম সময়ের মধ্যে ভারত সরকারের কাছ থেকে, NABH (ন্যাশনাল অ্যাক্রিডিয়েশন বোর্ড ফর হসপিটালস) স্বীকৃতি লাভ করেছে । সেইসময় ভারতে 100 টিরও কম হসপিটাল, পরিষেবার দিক দিয়ে NABH স্বীকৃতি পাওয়ার যোগ্য মানে পৌছাতে পেরেছিল ।
উচ্চমানের দৈনিক ও অত্যাধুনিক (সুপারস্পেস্যালিটি) প্যাথলজি টেস্টের জন্য, ডিসানের প্যাথলজি ল্যাব NABL (ন্যাশনাল অ্যাক্রিডিটেশ বোর্ড ফর ল্যাবরোটরি) এর স্বীকৃতি পেয়েছে ।