এমার্জেন্সি নম্বর: 90 5171 5171
ডিসানের ফিসিওথেরাপি বিভাগের, বিশেষজ্ঞ চিকিৎসকেরা, প্রতিদিনের জীবনযাপন পদ্ধতির উপর নজর দিয়ে ও কিছু পরিবর্তনের মধ্যে দিয়ে রোগীর জীবন যাত্রার মান উন্নয়নের চেষ্টা করে থাকেন । আমাদের লক্ষ্য হল এক বিশেষ রিকভারি প্রোগ্রামের মাধ্যমে, রোগীর স্বাহ্য সম্বন্ধনীয় সব চাহিদা বা প্রয়োজনীয়তা পূরন করা ।
এই বিভাগের প্রত্যেক জন থেরাপিস্ট, নিউরোলজি, অর্থোপেডিক, কার্ডিওপালমোনারী ও ক্রিটিক্যাল কেয়ারে বিশেষ ভাবে দক্ষ । স্পোর্টস ইনজিওরি বা খেলার সময় লাগা কোন চোট থেকে নিউরোলজিক্যাল ইনজিওরি যেমন, মেরুদণ্ডের চোট, মাথার কোন চোট প্রভৃতির মত জটিল সমস্যারও চিকিৎসাও ডিসানে, করা হয় ।
ডিসানে, আমরা হাজারেরও বেশী রোগীকে তার স্বাভাবিক জীবনে ফিরে যেতে সাহায্য করেছি । আমরা আপনার জন্যও রয়েছি |