এমার্জেন্সি নম্বর: 90 5171 5171
ডিসানে তার নিজস্ব ফার্মেসীর দুটি কাঊন্টার রয়েছে, একটি ইন্ডোর পেশেন্টদের জন্য ও অন্যটি যেটি হসপিটালের এক তলায় অবস্থিত সেটি আউটডোর পেশেন্ট ও বাইরের রোগী দের জন্য । এর ফলে ডিসানে, রোগীদের ওষুধ নেওয়ার জন্য অনেক কম সময় অপেক্ষা করতে হয় । ডিসান ফার্মেসীতে, স্টকিস্ট থেকে রোগীর কাছে যাওয়ার আগে পর্যন্ত, ওষুধ একই তাপমাত্রায় রাখা হয় ও ডিসানের দুটি ফার্মেসিই শীততাপ নিয়ন্ত্রিত বা এয়ার কন্ডিশনড । এই ভাবে কোল্ড চেইন মেনে চলার জন্য, ওষুধের কার্যক্ষমতা অনেক বেশী ভাল থাকে । ওষুধের জন্য সঠিক তাপমাত্রা বজায় রাখার জন্য , ডেইলি ক্যালিবেশন (রোজকার তাপমাত্রা বোঝা যায়) সহ রেফ্রিজারেটর ব্যবহার করা হয় ।