এমার্জেন্সি নম্বর : 90 5171 5171 / 83 3403 1345
এই প্যাকেজের মধ্যে রয়েছে :
এই প্যাকেজের মধ্যে নেই :
ভিন্ন রাজ্য বা দেশ থেকে চিকিৎসার জন্য আসা রোগীর পরিবারের, হসপিটালের কাছাকাছি কোন গেস্ট হাউস বা হোটেলে থাকার জন্য ব্যবস্থা ও সব রকমের সাহায্য, ডিসান করে থাকে ।
পেসমেকার একটি ছোট যন্ত্র, যা হার্টকে স্বাভাবিক ভাবে কাজ করতে সাহায্য করে । পেসমেকার, ইলেকট্রিক স্টিমুলেশন
(উদ্দীপনা) পাঠিয়ে হার্ট-বিট (হৃদ-স্পন্দন) নিয়ন্ত্রন করে । কলারবোনের কাছে, বুকের চামড়ার / ত্বকের নীচে পেসমেকার টি অপারেশনের মাধ্যমে বসানো হয় । এবং পাতলা কয়েকটি তারের সাথে পেসমেকার টি হার্টের সাথে যুক্ত থাকে ।
পেসমেকার হার্ট-বিট (হৃদ-স্পন্দন) স্বাভাবিক রাখে ফলে শরীরে রক্ত, অক্সিজেন ও খাদ্যের ঠিকমত সরবরাহ হয় । কখনো পেসমেকার খুব অল্প সময়ের জন্য (সাধারনত, হার্ট অ্যাটাকের পর) প্রয়োজন হয় ; সেক্ষেত্রে পেসমেকার শরীরের ভিতর না বসিয়ে , চামড়ার উপরেও বসানো হয় ।
পেসমেকার বসানোর পর মোবাইল ফোন অবশ্যই ব্যবহার করা যায় তবে, কিছু সতর্কতা নিয়ে-