এমার্জেন্সি নম্বর: 90 5171 5171
অপথ্যালমোলজি, চিকিৎসা বিজ্ঞানের একটি শাখা যেখানে চোখের যেকোন সমস্যা বা রোগের চিকিৎসা করা হয় । অপথ্যালমোলজিস্ট হলেন, চোখের যেকোন সমস্যার চিকিৎসা ও সার্জারী করায় একজন বিশেষজ্ঞ ।
ডিসানের, অপথ্যালমোলজি বিভাগে উন্নত চিকিৎসা পরিষেবা ও অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে, যে কোন বয়সী রোগীদের চোখের সমস্যার চিকিৎসা করা হয় । এখানে রোগীদের চিকিৎসা অত্যন্ত দ্রুত ও ন্যায্য খরচে করা হয় । ডিসানের অত্যাধুনিক অপথ্যালমোলজি সার্জারীর মধ্যে, কিছু হল - ছানি অপারেশন , অকুলোপ্লাস্টিকস, করনিয়াল ট্রান্সপ্ল্যান্টেশন সার্জারী, অরবাইটাল ও ল্যাক্রিম্যাল সার্জারী, রেটিনাল ও ভিটেরিয়াস সার্জারী ।
ডিসানে অত্যাধুনিক যন্ত্র, বিশেষজ্ঞ চিকিৎসক ও সার্জেন দ্বারা রোগীদের উন্নতমানের চিকিৎসা ও সার্জারী করা হয়ে থাকে।