এমার্জেন্সি নম্বর : 90 5171 5171 / 83 3403 1345
ডিসান হসপিটাল, শিশু ও প্রাপ্ত বয়স্কদের নিউট্রিশন বা পুষ্টি সম্বন্ধনীয় যে কোন সমস্যার, চিকিৎসায় বিশেষভাবে দক্ষ । ডিসানের ডায়েটিসিয়ান, পুষ্টি, খাদ্যতালিকা তৈরী করায় অভিজ্ঞ । ডিসানের ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট বা পুষ্টিবিদ এমন এক নিউট্রিশন প্রোগ্রামের সাথে যুক্ত, যা বিভিন্ন ক্রনিক রোগে, নিউট্রিশনের ভূমিকার উপর বিশেষ গুরুত্ব দেয় । ওষুধ ছাড়াই, নিঊট্রিশনাল ঘাটতি পূরনের মাধ্যমে, ডিসানের নিউট্রিশন বিভাগে বিভিন্ন রোগ এর চিকিৎসা ও প্রতিরোধ করা হয় ।
নিউট্রিশন হল শরীরের পুষ্টিগত চাহিদা অনুযায়ী সঠিক খাদ্য গ্রহণ । সহজ ভাবে, নিউট্রিশন হল শরীরের মূল উপাদান ।
শরীরের জন্য অপরিহার্য নিউট্রিয়েন্টস গুলি হল, প্রটিন, কার্বহাইড্রেট, লিপিড বা ফ্যাট, ফাইবার, ভিটামিন, মিনারেল ও জল ।
“ভাল নিউট্রিশন” মানে, স্বাহ্যকর খাদ্য থেকে সঠিক পরিমাণে সঠিক নিউট্রিয়েন্ট টি শরীরকে দেওয়া । নিউট্রিশন সম্পর্কে জ্ঞান এবং সঠিক খাদ্য গ্রহণ, আপনাকে সারাজীবন সুস্থ ও স্বাহ্যবান রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন ।
একটা গাড়ির ভাল ভাবে চলার জন্য যেমন জ্বালানির প্রয়োজন হয়, ঠিক তেমনই শরীরের ঠিক ভাবে কাজ করার জন্য সঠিক দেখভাল ও সঠিক খাদ্যের প্রয়োজন ।