এমার্জেন্সি নম্বর: 90 5171 5171
সবচাইতে কম সময়ে NABH স্বীকৃতি পাওয়া হসপিটাল হল ডিসান হসপিটাল
NABH বা ন্যাশনাল অ্যাক্রিডিয়েশন বোর্ড ফর হসপিটালস এন্ড হেলথকেয়ার প্রভাইডারস, ভারত সরকার দ্বারা 2006 সালে প্রতিষ্ঠিত । NABH হসপিটাল গুলির পরিষেবা মানের, মূল্যায়ন করে ও স্বীকৃতি দেয় ।
NABH স্বীকৃতি পাওয়ার জন্য হসপিটাল গুলিকে NABH হসপিটাল –এর 500 টির বেশী যেসমস্ত নিয়ম আছে তার সবকটি বাস্তবে মানতে হয়।
পরিষ্কার ও স্বচ্ছ নীতির উপর দাঁড়িয়ে , NABH-এর একমাত্র লক্ষ্য হল , রোগী ও তার পরিবারকে এক উন্নতমানের চিকিৎসা পরিষেবা দেওয়া।
NABH স্বীকৃতির বিশেষ কিছু সুবিধা আছে, যেমন :
আমরা কৃতজ্ঞ সেই সব চিকিৎসক দের কাছে যারা, আমাদের উপর ভরসা করেছেন এবং কম খরচে উন্নতমানের পরিষেবা দেওয়ার প্রচেষ্টায় আমাদের যারা সাহায্য করেছেন ।
এখন যেকোন প্রান্তের চিকিৎসকেরা তাদের রোগীকে; চিকিৎসার জন্য NABH স্বীকৃত ভারতের অন্যতম নামী হসপিটাল, ডিসানের কথা বলে থাকেন ।
বর্তমানে বহু হসপিটাল, বিভিন্ন ধরনের চিকিৎসার পরিষেবা ও সুবিধা দিয়ে থাকে যার ফলে রোগী ও তার পরিবারের পক্ষে সঠিক হসপিটাল নির্বাচন করা কঠিন হয়ে যায় । এইক্ষেত্রে NABH স্বীকৃতি, সঠিক হসপিটাল নির্বাচনে রোগী ও তার পরিবারকে সাহায্য করে ।
ইতিমধ্যেই ডিসান, ন্যায্য মূল্যে, উন্নতমানের চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য, সবার কাছে খুব পরিচিত ও বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে ।
আমাদের লক্ষ্য হল, প্রয়োজনে প্রত্যেকটি মানুষের কাছে চিকিৎসা পরিষেবা পৌছে দেওয়া এবং খেয়াল রাখা চিকিৎসার খরচ যেন উন্নত চিকিৎসা পরিষেবা পাওয়ার মাঝে বাধা না হয় ।
NABH স্বীকৃতির ফলে আমরা গর্বের সাথে বলতে পারি যে কম খরচে অত্যন্ত উচ্চমানের চিকিৎসা পরিষেবা দেওয়ায় কলকাতা ও পূর্ব ভারতে, আমরাই শ্রেষ্ঠ ।