এমার্জেন্সি নম্বর: 90 5171 5171
হসপিটালে ভর্তি থাকাকালীন, সেখানকার আশপাশ ও পরিবেশ রোগীর স্বাহ্যর উপর প্রভাব ফেলে । এই ব্যাপারটিকে গুরুত্ব দিয়ে ডিসানে, আসবাব থেকে ঘরের সাজগোজ ও সু্যোগ সুবিধা, রোগীদের এমন ভাবে দেওয়া হয় যাতে তারা হসপিটালে নিজেদের বাড়ির মতই স্বচ্ছন্দে থাকতে পারেন । ডিসানের এই বিলাসবহুল চিকিৎসা ব্যবস্থার প্রশংসা, সব রোগী ও তার পরিবার করেছে ।
হসপিটালে এমন সুবিধা শুধুমাত্র, কলকাতার ডিসানেই পাওয়া যায় । এই বিলাসবহুল চিকিৎসা ব্যবস্থা, ডিসানের সব রোগীকে অত্যন্ত খুশি করেছে ।
প্রত্যেকটি ডবল রুমে রয়েছছে –
প্রত্যেকটি সিঙ্গেল রুমে রয়েরছে –
যাতায়েত এর জন্য বড় করিডোর ও প্রত্যেকটি রুমের সাথে লাগোয়া বারান্দা হসপিটালে থাকার অনুভব কে সুন্দর করে তুলেছে । উন্নত চিকিৎসা পদ্ধতির ব্যবহার ও রোগীর চিকিৎসায় আন্তরিক হওয়ার জন্য ডিসান, সাবার কাছে প্রশংসিত ।