ডিসানের “ইন্টারন্যাশনাল পেশেন্ট সার্ভিস ডেস্ক” NRI ও অন্য দেশ থেকে আসা রোগীদের, হসপিটালে চিকিৎসা করানোর সবরকম ব্যবস্থা ও সহযোগিতা করে থাকে ।
ডিসানের “ইন্টারন্যাশনাল পেশেন্ট সার্ভিস” বিভাগ, রোগীর এ দেশে আসা থেকে সম্পুর্ণ চিকিৎসার পর দেশ ছাড়া পর্যন্ত যে কোন ধরনের সমস্যায় বা প্রয়োজনে সহযোগিতা করে থাকে ।
যে সকল পরিষেবা দেওয়া হয়ে থাকে –
ভিসার জন্য সহায়তা
- ইন্ডিয়ান ফরেন অফিস এর সাথে প্রয়োজনে যোগাযোগ করা
- বিদেশে, ইন্ডিয়ান হাই কমিশন এর সাথে যোগাযোগ
- পুলিশ ভেরিফিকেশন (যাচাই) এ সাহায্য করা
চিকিৎসা সম্বন্ধনীয় সহায়তা
- প্রয়োজনে, জরুরী ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নেওয়ার ব্যবস্থা করা
- চিকিৎসা সম্বন্ধনীয় কিছুর প্রয়োজন হলে তার ব্যবস্থা করা
- রোগীর সহজ ও দ্রুত ডিসচার্জ যাতে হয়, তার ব্যবস্থা করা
- বিভিন্ন মেডিকেল সার্টিফিকেট ও রিপোর্ট এর ব্যবস্থা করা
- রোগী ও তার পরিবারের সাথে নিয়মিত যোগাযোগ রেখে, সাক্ষাতের দিন, বিভিন্ন টেস্ট ও রিপোর্টের খোঁজ রাখা
থাকা -খাওয়ার জন্য সহায়তা
- রোগী ও তার পরিবারের থাকা ও খাওয়ার ব্যবস্থা করা
- রোগী ও তার পরিবারের সাথে নিয়মিত যোগাযোগ রাখা
যাতায়াত সম্বন্ধিত সহায়তা
- রোগী ও তার পরিবারের জন্য যাতায়াত ও বেড়াতে যেতে চাইলে তার টিকিটের ব্যবস্থ করা
- এয়ারপোর্ট থেকে আসার জন্য অ্যাম্বুলেন্স বা গাড়ির ব্যবস্থা করা
- ঘোরা, কেনাকাটা বা ধর্মীয় স্থানে যেতে চাইলে তার ব্যবস্থা করা
- রোগীর পরিবার কাছাকাছি কোথাও ঘুরতে যেতে চাইলে, সেখানেও প্রয়োজনীয় সহায়তা করা
- ভাষার জন্য কথা বলা বা বোঝায় অসুবিধে হলে দোভাষী (ইন্টারপ্রিটার) –র ব্যবস্থা করা
অর্থনৈতিক সহায়তা
- FOREX বা ফরেন এক্সচেঞ্জ মার্কেটের সাথে যোগাযোগ
- ডেইলি এক্সচেঞ্জ রেট
NRI ও পেশেন্ট হেল্প ডেস্ক
- ফোন - 9163322067
- ই-মেল – desun@desunhospital.com / an@desunhospital.com