এমার্জেন্সি নম্বর : 90 5171 5171 / 83 3403 1345
ডিসানে, সম্পূর্ন আলাদা একটি হেপাটাইটিস ক্লিনিক আছে যেখানে, হেপাটাইটিস সম্বন্ধনীয় যে কোন রোগের চিকিৎসা করা হয় । হেপাটাইটিস রোগ টি হল, লিভারের ইনফ্লেমেশন (লিভারের ফুলে যাওয়া, ব্যাথা বা জ্বালা হওয়া), যার ফলে লিভারের টিস্যু তে ইনফ্লেমেটরি কোষের উপস্থিতি দেখতে পাওয়া যায় । হেপাটাইটিস শব্দ টি গ্রীক শব্দ হেপাট যার অর্থ লিভার ও আইটিস যার অর্থ ইনফ্লেমেশন, থেকে এসেছে । হেপাটাইটিস হলে কিছু সতর্কতা বা নিয়ম মেনে চলতে হয় যার ফলে এটি নিজে থেকেই ঠিক হয়ে যায় নইলে, হেপাটাইটিস থেকে ফাইব্রোসিস ও সিরোসিস ও হতে পারে ।
হেপাটাইটিস হলে কখনো কখনো কোন উপসর্গ বা লক্ষণই দেখা যায় না ও সেখান থেকে জন্ডিস, অ্যানোরেক্সিয়া বা ম্যাল্যাইসের মতন রোগ হতে দেখা যায় । হেপাটাইটিস 6 মাস থাকলে, এটিকে অ্যাকিউট হেপাটাইটিস ও এর বেশী থাকলে এটিকে ক্রনিক হেপাটাইটিস বলা হয় । হেপাটাইটিস নামে এক ভাইরাসের ফলে পৃথিবীর সব জায়গাতেই হেপাটাইটিস হতে দেখা গেছে, এছাড়া বিভিন্ন টক্সিন (অতিরিক্ত মদ্যপান, নির্দিষ্ট কিছু ওষুধ, কলকারখানার জৈব পদার্থ প্রভৃতি) বা ইনফেকশনের ফলেও হেপাটাইটিস হতে পারে । হেপাটাইটিস দুয় ধরনের হয়ে থাকে, অ্যাকিঊট ও ক্রনিক ।
হেপাটাইটিসের জন্য, সব ধরনের কাটিং এজ ট্রিটমেন্ট ডিসানের, হেপাটাইটিস ক্লিনিক ও ডিসানের গ্যাস্ট্রোএন্টেরোলজি বিভাগে করা হয়ে থাকে ।