এমার্জেন্সি নম্বর: 90 5171 5171
আপনি হসপিটালে এসে বা ই-মেল করে, হেলথ চেক আপ প্যাকেজ সম্বন্ধিত বিস্তারিত তথ্য পেতে পারেন ।
হ্যাঁ, হেলথ চেক আপ প্যাকেজ এর সুবিধা নিতে চাইলে আগে থেকে ফোন করে বা ই-মেলের (ওয়েবসাইটে দেওয়া রয়েছে) মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া অত্যন্ত জরুরী । রোগীর নাম, ফোন নং, ঠিকানা, হেলথ প্যাকেজের নাম ও আপনি কোন
দিনে টেস্ট গুলি করতে চান সেটি আমাদের জানানো দরকার ।
টেস্ট করার অন্তত 24 ঘণ্টা আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় ।
স্টেপ 1 -টেস্টের দিন আপনাকে সকাল 8 টা থেকে দুপুর 3 টের মধ্যে হসপিটালের রিসেপশনে এসে
যোগাযোগ করতে হবে ।
স্টেপ 2 - তারপর আপনাকে একটি বিশেষ রেজিস্ট্রেশন ফর্ম পূরন করতে দেওয়া হবে যেখানে হসপিটালের রেকর্ডের
জন্য একটি বিশেষ নম্বর দেওয়া থাকে ।
স্টেপ 3 - টেস্টের জন্য আপনার বিল তৈরী করা হলে আপনাকে চেক আপের খরচ দিতে হবে ।
স্টেপ 4 - এর পর আমাদের প্রতিনিধি আপনাকে টেস্টের জন্য নির্দিষ্ট ঘরে ও টেস্টের পর চিকিৎসকের কাছে নিয়ে যাবেন ।
না, হেলথ চেক আপ প্যাকেজ এর সুবিধে ডাক্তারের প্রেসক্রিপশন না থাকলেও নেওয়া যেতে পারে। তবে আপনার যদি
আগে থেকেই কোন অসুস্থতা বা রোগ থেকে থাকে তাহলে, চিকিৎসা সম্বন্ধিত সব কাগজপত্র, আগের
রিপোর্ট ও প্রেসক্রিপশন আনতে হবে ও সেগুলি চিকিৎসক কে জানাতে হবে ।
কিছু টেস্টের জন্য 12 ঘণ্টা কিছু না খেয়ে থকতে হয় ।