এমার্জেন্সি নম্বর: 90 5171 5171

EMERGENCY NUMBER : 90 5171 5171

হেলথ চেক আপ সম্বন্ধে কিছু জরুরী প্রশ্নাবলী

 
  1. হেলথ চেক আপ প্যাকেজ সম্বন্ধে কীভাবে জানা যাবে ?

আপনি হসপিটালে এসে বা ই-মেল করে, হেলথ চেক আপ প্যাকেজ সম্বন্ধিত বিস্তারিত তথ্য পেতে পারেন ।

 
  1. ডিসান হেলথ চেক আপ প্যাকেজ এর সুবিধা নিতে চাইলে কী আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া প্রয়োজন ?

হ্যাঁ, হেলথ চেক আপ প্যাকেজ এর সুবিধা নিতে চাইলে আগে থেকে ফোন করে বা ই-মেলের (ওয়েবসাইটে দেওয়া রয়েছে) মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া অত্যন্ত জরুরী । রোগীর নাম, ফোন নং, ঠিকানা, হেলথ প্যাকেজের নাম ও আপনি কোন
দিনে টেস্ট গুলি করতে চান সেটি আমাদের জানানো দরকার ।

 
  1. কত দিন আগে থেকে, ডিসানে হেলথ চেক আপ প্যাকেজের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় ?

টেস্ট করার অন্তত 24 ঘণ্টা আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় ।

 
  1. কীভাবে ডিসানের হেলথ প্যাকেজের সুবিধা নেওয়া যেতে পারে ?

স্টেপ 1 -টেস্টের দিন আপনাকে সকাল 8 টা থেকে দুপুর 3 টের মধ্যে হসপিটালের রিসেপশনে এসে
যোগাযোগ করতে হবে ।

স্টেপ 2 - তারপর আপনাকে একটি বিশেষ রেজিস্ট্রেশন ফর্ম পূরন করতে দেওয়া হবে যেখানে হসপিটালের রেকর্ডের
জন্য একটি বিশেষ নম্বর দেওয়া থাকে ।

স্টেপ 3 - টেস্টের জন্য আপনার বিল তৈরী করা হলে আপনাকে চেক আপের খরচ দিতে হবে ।

স্টেপ 4 - এর পর আমাদের প্রতিনিধি আপনাকে টেস্টের জন্য নির্দিষ্ট ঘরে ও টেস্টের পর চিকিৎসকের কাছে নিয়ে যাবেন ।

 
  1. ডিসানের হেলথ প্যাকেজের সুবিধা নেওয়ার জন্য কী ডাক্তারের প্রেসক্রিপশন থাকা
    প্রয়োজনীয় ?

না, হেলথ চেক আপ প্যাকেজ এর সুবিধে ডাক্তারের প্রেসক্রিপশন না থাকলেও নেওয়া যেতে পারে। তবে আপনার যদি
আগে থেকেই কোন অসুস্থতা বা রোগ থেকে থাকে তাহলে, চিকিৎসা সম্বন্ধিত সব কাগজপত্র, আগের
রিপোর্ট ও প্রেসক্রিপশন আনতে হবে ও সেগুলি চিকিৎসক কে জানাতে হবে ।

 
  1. টেস্টের জন্য কী খালি পেটে আসতে হয় ?

কিছু টেস্টের জন্য 12 ঘণ্টা কিছু না খেয়ে থকতে হয় ।

আরও জানতে
ই-মেল:info@desunhospital.com (24 ঘন্টা) অথবা,
 ফোন:(+91) 86977 21124 / (+91) 83340 31345 (সোম – শনি, সকাল 10 টা – সন্ধ্যে 6 টা)

Important Contacts

দ্রুত যোগাযোগ

আপনার প্রতিবেদন সংযুক্ত