এমার্জেন্সি নম্বর : 90 5171 5171 / 83 3403 1345
গেরিয়াট্রিক, ইন্টারনাল মেডিসিনের একটি বিশেষ বিভাগ যেখানে বয়স্ক মানুষেদের চিকিৎসকা পরিষেবা দেওয়া হয় । ডিসানের গেরিয়াট্রিক বিভাগের লক্ষ্য হল, বয়স্ক নাগরিকের শারীরিক যেকোন সমস্যা ও অক্ষমতার চিকিৎসা ও প্রতিকারের মাধ্যমে এক সুন্দর জীবন দেওয়া । ডিসানের গেরিয়াট্রিক বিভাগে চিকিৎসা পরিষেবা পাওয়ার জন্য কোন বয়ঃসীমা নেই, বরং প্রত্যেকটি রোগীর প্রয়োজনীয়তার উপর নির্ভর করে সিদ্ধান্ত নেওয়া হয় যে, রোগীর চিকিৎসা গেরিয়াট্রিক বিভাগ নাকি বয়স্ক রোগীর চিকিৎসায় অভিজ্ঞ এমন কোন ডাক্তার দিয়ে করানো হবে ।
গেড়িয়াট্রিক, অ্যাডাল্ট মেডিসিনের চাইতে অনেকটাই আলাদা কারন গেরিয়াতড়িক বিভাগ বয়স্ক মানুষের চিকিৎসা সম্বন্ধনীয় প্রয়োজনীয়তার উপর বিশেষ নজর রাখে । কারন একজন বয়স্ক রোগীর শারীরিক অবস্থা, অন্য যেকোন কম বয়সী রোগীর চাইতে আলাদা ও বয়সের সাথে সাথে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের কার্জ ক্ষমতা কমতে শুরু করে ।
ডিসানের গেরিয়াট্রিক বিভাগে, বয়স্ক মানুষের যেসব শারিরীক বিকলতা বা অক্ষমতা দেখা যায় যেমন, চলাফেরায় সমস্যা, ভুলে যাওয়া, অস্বাভাবিক ব্যবহার প্রভৃতির বিশেষ ভাবে চিকিৎসা করা হয় ।
বয়স্ক মানুষের মধ্যে সবচাইতে সাধারন সমস্যা যা প্রায় সকলের মধ্যেই দেখতে পাওয়া যায়, ত হল দেখতে না পাওয়া ও কানে শুনতে না পাওয়া । কানে শোনার সমস্যা থেকে, রোগী সামাজিক ভাবে নিঃসঙ্গ, হতাশ ও অন্যের উপর নির্ভরশীল
হয়ে পরেন কারন তিনি অন্য কোন মানুষের সাথে কথা বলতে পারেন না । চোখে দেখার সমস্যা থেকেও, রোগীকে চলাফেরা, ওষুধ খাওয়া প্রভৃতির মতন রোজকার সাধারন কাজের জন্য অসুবিধায় পরতে হয় । ডিসানের গেরিয়াট্রিক বিভাগে, শুধুমাত্র ওষুধ বা ফসিওথেরাপির মাধ্যমেই বয়স্ক রোগীর চিকিৎসা করা হয় না, প্রয়োজনে সাইকোলজি, কাউন্সিলিং ও রিহ্যাবিটেশনেরও ব্যবস্থা করা হয় ।