এমার্জেন্সি নম্বর: 90 5171 5171
জেনারেল সার্জারী, সুশ্রুত ও প্রাচীন মিশরীয় যুগের চিকিৎসা পদ্ধতির একটি অভিন্ন অংশ । বহু প্রাচীন কাল থেকে, এই পদ্ধতির ব্যবহারে, চিকিৎসার প্রয়োজনে অস্ত্রপ্রচার করা হয়ে আসছে । কিন্তু ডিসানে, এই পদ্ধতি ছাড়াও অপারেশনের জন্য এক অত্যাধুনিক পদ্ধতির ব্যবহার করা হয়, সেটি হল - ল্যাপরোস্কোপিক পদ্ধতি ।
ল্যাপরোস্কোপিক সার্জারী হল, মিনিম্যালি ইনভ্যাসিভ সার্জারী যেখানে শরীরে ছোট একটি ফুটো করে, ল্যপরোস্কোপ নামে এক যন্ত্রের মাধ্য়মে সার্জারী করা হয় । অপারেশনের সময়, শরীরের ভিতর কার্বন ডাই-অক্সাইড প্রবেশ করিয়ে চাপ তৈরী করা হয়, যার ফলে অপারেশন করার মতন জায়গা শরীরের ভিতর তৈরী হয়ে যায় । এই অত্য়াধুনিক পদ্ধতির মাধ্য়মে অপারেশনের পর রোগী দ্রুত সুস্থ হয়ে যায়।