এমার্জেন্সি নম্বর: 90 5171 5171

EMERGENCY NUMBER : 90 5171 5171

ENT টেস্ট

 

ডিসানের, ENT (চোখ, নাক ও গলা) বিভাগ, খ্যাতনামা ও মাইক্রোস্কোপিক সার্জারীতে বিশেষ দক্ষ চিকিৎসক দ্বারা পরিচালিত ।

 

কান

ডিসানে প্রায় প্রতিদিনই, বিভিন্ন ধরনের এন্ডোস্কোপিক সার্জারী করা হয়ে থাকে, যেমন – পলিপস ও সিস্ট, টিমপ্যানোপ্লাস্টি ও টিমপ্যানোটমি, মিরিঙ্গোপ্লাস্টি ও মিরিঙ্গোটমি ইত্যাদি অপারেশন এমনকি কানে শোনার কোন সমস্যা থাকলে তার চিকিৎসাও করা হয় ।

 

নাক

সেপ্টোপ্লাস্টি, নাকের টিউমার অপারেশন, যা রেডিকাল সার্জারী প্রভৃতি ডিসানের, ENT বিভাগে করা হয়ে থাকে ।

 

গলা

এখানে যেসব অপারেশন গুলি করা হয়, সেগুলি হল-

  • টনসিলেক্টমি
  • অ্যাডেনয়ডেক্টমি
  • ক্যান্সার রোগীদের জন্য টিউমার ও রেডিকাল অপারেশন
  • এন্ডোস্কোপিক পদ্ধতিতে, ফ্যারিংক্স ও এসোফ্যাগাসে কোন অস্বাভাবিক বস্তু থাকলে তা বের করে দেওয়া হয়
 

ন্যাসাল এন্ডোস্কোপি

নাকের যেকোন সমস্যার চিকিৎসার জন্য, বেরার মত অত্যাধুনিক যন্ত্র বা ডায়াগ্নস্টিক টুল ব্যবহার করা হয় ।

আরও জানতে
ই-মেল:desun@desunhospital.com (24 ঘন্টা) অথবা,
 ফোন:(+91) 86977 21124 / (+91) 83340 31345 (সোম – শনি, সকাল 10 টা – সন্ধ্যে 6 টা)

Important Contacts

দ্রুত যোগাযোগ

আপনার প্রতিবেদন সংযুক্ত