এমার্জেন্সি নম্বর: 90 5171 5171
ডিসানে, কলকাতার অন্যতম বড় ও খ্যাতনামা এন্ডোক্রিনোলজিস্ট রয়েছেন যারা, রোগীদের এণ্ডোক্রিন ও বিপাকীয় সমস্যার চিকিৎসা করে থাকে । প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয়, থাইরয়েড, প্যারাথাইরয়েড, পাইনিয়াল, হাইপোথ্যালামাস, অ্যাড্রিন্যাল, পিটুহিটারি গ্ল্যান্ডস, ওভারি বা ডিম্বাশয় ও টেসটেস নিয়ে এন্ডোক্রিন সিস্টেম গঠিত । এছাড়াও আরও বিভিন্ন অঙ্গ এন্ডোক্রিন সিস্টেমের সাথে যুক্ত, যেগুলি বিপাকীয় হরমোনে সাড়া দেয় বা পরিবর্তিত হয় ।
ডিসানের ডায়াবেটোলজি বিভাগে বিশ্বমানের চিকিৎসা পরিষেবা দেওয়া হয় যেখানে ডায়াবেটিস মেলিটাস বা ব্লাড সুগার সম্বন্ধিত বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসা করা হয় । ডিসানের এণ্ডোক্রিনোলজিস্ট, খুবই সচেতন ভাবে মানুষের রোগ ও পুষ্টির মধ্যে সম্পর্ক বুঝে রোগীর চিকিৎসা করে থাকে ।
এণ্ডোক্রিনোলজি রোগীদের জন্য, ডিসানে যেসব চিকিৎসা রয়েছে –