পূর্ব ভারতের অন্যতম সেরা হার্টের হসপিটাল - ডিসান নিয়ে এল হার্টের সার্জারিতে সহজ মাসিক প্রকল্প (EMI) যাতে অত্যাধুনিক হার্টের সার্জারি অনেকর সাধ্যের মধ্যে চলে আসে | গত 2 বছরে 500 জনের ও বেশি ডিসানের (EMI) স্কীমের সুবিধা পেয়েছেন | বিশ্বমানের ইম্পোর্টএড স্টেন্ট / পেসমেকার / হার্ট ভালভ সহ পুরো চিকিৎসার প্যাকেজ এখন ডিসানে (EMI) স্কীমের দৌলতে সহ্জলভ্য হয়ে গেছে | অল্প কিছু ডাউন পেমেন্টর পরেই সার্জারি করে ছেড়ে দেওয়া হ্য় | বাকী প্রদেয় টাকা 6 মাস থেকে 3 বছরের মধ্যে সহজ মাসিক কিস্তিতে শোধ করতে হ্য় |
বিশ্বমানের কার্ডিয়াক চিকিৎসা এখন সাধ্যের মধ্যে
হার্ট অ্যাটাক ও ব্যর্থতার কারণে মৃত্যুর 70% প্রায় আরো পরেও হৃদয় বিশেষজ্ঞদের বা তাদের হৃদয়ের অবস্থা যে রাখা হওয়ার জন্য অপারেশনের দরকার সম্পর্কে কার্ডিয়াক শল্যবিদ উপদেশদাতা হচ্ছে বেশিরভাগ মানুষ আছে যারা প্রায় 12 মাস বা তার জন্য তাদের কার্ডিয়াক সার্জারি পিছিয়ে দিচ্ছেন হয়েছে হয় প্রহার. ভারতে 10 0f আউট 6 হৃদরোগীদের যারা অস্ত্রোপচারের পরামর্শ দেওয়া হয়েছে তারা অস্ত্রোপচারের খরচ এটি সাশ্রয়ী হতে না বিলম্বিত রাখা. অনেক ক্ষেত্রেই তারা চিকিৎসা বীমা বা পর্যাপ্ত কভারেজ থাকে না. তারা আর্থিক এককালীন অথবা একবারে হার্ট সার্জারির জন্য পরিশোধ করার ক্ষমতা আছে না
কী করে ডিসান EMI স্কীম সাহায্য করে ?

