এমার্জেন্সি নম্বর: 90 5171 5171

EMERGENCY NUMBER : 90 5171 5171

ডিসান অঙ্কো কেয়ার

 

ক্যান্সার এমন একটি রোগ যা শুধু রোগী নয়, রোগীর পরিবারের উপরও প্রভাব ফেলে । এটি রোগীর মানসিক ও শারীরিক অবস্থার অনেক পরিবর্তন আনে । তার সাথে এটি রোগীকে, তার চাহিদা, ভাল লাগা, মন্দ লাগা, ইচ্ছা প্রভৃতি সম্পর্কে আগের চাইতে অনেক বেশী সচেতন করে তোলে ।

ডিসান, একজন ক্যান্সার রোগীর সম্পূর্ন অবস্থা বোঝে ও তার জন্য প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসার ব্যবস্থা করে থাকে । ক্যান্সার এর মত জটিল মারন রোগও কিন্তু আটকানো যায়, যদি সেটি সঠিক সময়ে জেনে তার চিকিৎসা শুরু করা হয় ।

আরও জানতে
ই-মেল:info@desunhospital.com (24 ঘন্টা) অথবা,
 ফোন:(+91) 86977 21124 / (+91) 83340 31345 (সোম – শনি, সকাল 10 টা – সন্ধ্যে 6 টা)

Important Contacts

দ্রুত যোগাযোগ

আপনার প্রতিবেদন সংযুক্ত