ডার্মেটলজি হল চিকিৎসা বিজ্ঞানের একটি শাখা, যেখানে শরীরের চামড়া (ত্বক) ও তার বিভিন্ন সমস্যার, ওষুধ বা সার্জারীর মাধ্যমে চিকিৎসা করা হয় । ডার্মাটলজিস্ট হলেন স্কিন, স্ক্যাল্প (মাথার চামড়া), চুল বা নোখের বিভিন্ন সমস্যা বা ক্যান্সারের চিকিৎসায় বিশেষজ্ঞ ।
ডিসানের ডার্মেটলজি বিভাগে, স্কিন, স্ক্যাল্প (মাথার চামড়া), চুল বা নোখের খুব সাধারন সমস্যার থেকে গুরুতর সব রোগ বা সমস্যার ও চিকিৎসা করা হয়ে থাকে । ডিসানে, স্কিন বা ত্বক সম্পর্কিত যেসব রোগের চিকিৎসা করা হয়, সেগুলি হল-
- অটোইমিউন ডিসিসেস
- কসানিয়াস লিম্ফোম্যাস
- ডার্মেটোমায়োসিটিস
- গ্রানুলোমা অ্যান্নিঊল্যারে
- হাইপারহাইড্রোসিস
- মেলানোমা
- ওরাল লিচেন প্ল্যানাস
- পেডিয়াট্রিক ডার্মেটোলজি
- পরফাইরিয়াস
- পায়োডার্মা গ্যানগ্রেনোসাম
- স্কিন ক্যান্সার
- স্কিন আলসার
- আর্টিক্যারিয়া / অয়াঞ্জিওএডেমা
- ভ্যাস্ক্যুলাইটিস
- ব্লিস্টেরিং ডিসিসেস
- ডার্মাটাইটিস
- স্কিনের যেকোন জেনেটিক ডিসিস / সমস্য়া
- চুল পরে যাওয়া
- লুপাস ইরিথেমেটোসাস
- নন-মেলানোমা স্কিন ক্যান্সার
- ওরাল মিউকাস মেমব্রেন ডিসিস
- পিগমেনটেশন ডিসওর্ডার
- সোরায়োসিস
- স্ক্লেরোডার্মা / মরফিয়া
- স্কিন ইনফেকশন
- সান সেন্সেভিটি
- ভ্যাস্কুলার অ্যাবনরম্যালিটিস
- ভাইটিলিগো