ডিসানের, ডেন্টিসট্রি বিভাগে চিকিৎসা পরিষেবা সাধারণত আউট পেশেন্ট ডিপার্টমেন্ট (OPD) থেকে দেওয়া হয় । দাঁতের সাথে জড়িত, যেকোন ধরনের সমস্যার সম্পূর্ন চিকিৎসা পরিষেবা দেওয়াই, ডিসানের একমাত্র লক্ষ্য ডিসানের ডেন্টিসট্রি বিভাগে যেসব চিকিৎসা পরিষেবা দেওয়া হয়, সেগুলি হল –
- স্কেলিং
- দাঁতের ক্যাভিটি বা পোকা হওয়া অংশ ভর্তি করে দেওয়া
- রুট ক্যানাল এর চিকিৎসা
- অ্যালভিওলোপ্লাস্টি
- অ্যাপ্লিকেশন অফ অর্থোডন্টিক অ্যাপ্লায়েন্সেস ( দাঁতে কোন রকম যন্ত্র বা জিনিস বসানো)
- এনিউক্লিয়েশন অফ ডেন্টাল সিস্ট ( দাঁতের সিস্ট বাদ দেওয়া হয়)
- ফ্রেনেক্টমি
- গাম ড্রেসিং
- ওরাল হাইজিন (মুখের স্বাহ্যবিধি বজায় রাখা)
- অ্যাপ্লিকেশন অফ পেরিডেন্টাল ওয়ারিং
- টেম্পারো-ম্যান্ডিবুলার জয়েন্টের চিকিৎসা
মাড়ির কোন অংশে দাঁত না থাকার ফলে, ফাঁক থাকলে সেখানে আর্টিফিসিয়াল ডেন্টিওর বা নকল দাঁত সরাসরি মাড়ির মধ্যে বসানো হয় ।
এইসব ছাড়াও ডিসানের ডেন্টিস্ট্রি বিভাগ, জেনারেল ও প্লাস্টিক সার্জারী বিভাগের ( ম্যাক্সিও-ফেসিয়াল সার্জারী) সাথে মিলে বিভিন্ন ধরনের রিকন্সট্রাক্টিভ ও এক্সপ্লোরেটরি সার্জারী করে থাকে, যেমন –
- ইন্টারনাল ফিক্সেশন অফ ম্যাক্সিলা অ্যান্ড ম্যান্ডিবেল
- মেনিসেক্টমি অফ টেম্পেরো-ম্যান্ডিবুলার জয়েন্টস
- অ্যালভিওলার বোন গ্রাফটিং
- অস্টিওটমি অফ অ্যালভিওলার সেগমেন্ট অফ জ্য (চোয়াল)
- ওপেন রিডাকশন অ্যান্ড ইন্টারনাল ফিক্সেশন অফ ম্যাক্সিলা অ্যান্ড ম্যান্ডিবেল
- প্রস্থেটিক রিপ্লেসমেন্ট অফ টেম্পেরো-ম্যান্ডিবুলার জয়েন্ট
- রিকনস্ট্রাকশন অফ জ্য (চোয়াল)
- হেমিম্যান্ডিবুলেক্টমি ও প্রভৃতি