এমার্জেন্সি নম্বর: 90 5171 5171

EMERGENCY NUMBER : 90 5171 5171

ডেঙ্গু – প্রতিরোধ ও সুরক্ষা

 
 
ডেঙ্গু জ্বরের লক্ষণ
 
  • জ্বর হওয়া
  • অতিরিক্ত মাথা ব্যাথা
  • চোখের চারপাশে ব্যাথা
  • পেসিতে ও হাড়ের গিটে ব্যাথা
  • বমি ও বমি বমি ভাব
  • ত্বকে লাল ছোপ ছোপ দাগ
  • নাক থেকে রক্তপাত

ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হলে বেশীরভাগ ক্ষেত্রে প্রথম ১০ দিনের মধ্যে এই লক্ষণগুলি দেখা যায় এবং কিছু ক্ষেত্রে বেশি সময় লাগে শারীরিক অবস্থার ওপর নির্ভর করে ।
 
 
ডেঙ্গুর জন্য চিকিৎসা
 
       In case of any or few of the symptoms
  • বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিৎ
  • চারপাশের পরিবেশ পরিষ্কার রাখা দরকার
  • ডাক্তারের দেওয়া টেস্ট করিয়ে নেওয়া উচিৎ
  • নিজে থেকে ঔষুধ খাওয়া উচিৎ নয়
  • অ্যাসপিরিন জাতীয় ঔষুধ খাওয়া উচিৎ নয় এগুলি রক্তকে পাতলা করে দেয়
 
 
ডেঙ্গু থেকে বাঁচতে
 
  • ঘিঞ্জি জনবসতিপূর্ণ এলাকায় না থাকার চেষ্টা করুন
  • বাড়িতে মশারি, মশা তাড়ানোর ঔষধ ব্যবহার করুন
  • বাইরে যাওয়ার সময় ফুলহাতা জামা ব্যবহার করুন
  • মোজা পরুন
  • জানালায় নেট লাগান অথবা দরজা জানালা বন্ধ করে রাখুন
  • এয়ারকন্ডিশন থাকলে ব্যবহার করুন
  • ডেঙ্গুর লক্ষণ থাকলে ডাক্তার দেখান
  • দিনের বেলা ও সন্ধ্যার সময় ডেঙ্গু মশা কামড়ায়
 
 
ডেঙ্গু রোগীর যত্ন
 
  • তরল জাতীয় খাবার খাওয়া উচিৎ। যেমন- পরিষ্কার জল, আখের রস, ORS, ডাবের জল, লেবুর জল, গ্রীন টি, কমলালেবুর রস ইত্যাদি।
  • দুধ জাতীয় ও পুষ্টিকর খাবার খাওয়া উচিৎ
  • নিরামিষাশীদের জন্য শাকসবজি ও ফল খাওয়া দরকার
  • তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন
  • সঠিক পরিমাণ প্রোটিন খান। মাছ, মাংস, ডিম এবং সয়াবিন, চিস,পনির জাতীয় খাবার খান।

Important Contacts

দ্রুত যোগাযোগ

আপনার প্রতিবেদন সংযুক্ত