এমার্জেন্সি নম্বর: 90 5171 5171
যেকোন সময় কারোর জীবনে মেডিক্যাল এমার্জেন্সি ঘটতে পারে । একমাত্র কলকাতার ডিসান হসপিটাল , আপনাকে ওই কঠিন সময়ে সম্পূর্ণ এমার্জেন্সি পরিষেবা দিতে প্রস্তুত । হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক,অ্যাক্সিডেন্ট, কোমা, বার্নের মত গুরুতরো পরিস্থিতিতে ডিসানের দক্ষ ও কার্যকর টিম এবং এমার্জেন্সি ইউনিট যেকোন সময় ক্রিটিক্যাল মেডিক্যাল এমার্জেন্সি পরিষেবা দিতে সক্ষম ।
ডিসান হসপিটাল হার্ট অ্যাটাক,ব্রেন স্ট্রোক, কোমা, অ্যাক্সিডেন্টের মত গুরুতরো এমার্জেন্সিতে আপনাকে 24 ঘন্টা এমার্জেন্সি পরিষেবা দিতে প্রস্তুত ।
যেকোন জায়গায়, যেকোন সময় 24 ঘন্টা অ্যাম্বুলেন্স সার্ভিস, এমনকি মাঝরাতেও
হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক,কোমা, অ্যাক্সিডেন্ট ,বার্নের মত মেডিক্যাল এমার্জেন্সিতে ডিসান হসপিটাল, কলকাতার যেকোন জায়গা ও জেলা থেকে রোগীকে ডিসানে নিয়ে আসতে অ্যাম্বুলেন্স পরিষেবা দিতে প্রস্তুত , এমনকি মাঝরাতেও । ডিসানের 24 ঘন্টার অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক সার্ভিস কলকাতা ও জেলার 500 টি অ্যাম্বুলেন্স সার্ভিসের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে । এই অত্যাধুনিক পরিষেবা সঠিক সময়ে বহু মুমূর্ষ রোগীকে বাঁচিয়ে তুলেছে ।
মেডিক্যাল এমার্জেন্সির সময় রোগীর দ্রুত চিকিৎসা দরকার, ডিপোজিট মানি নয়
হার্ট অ্যাটাক ,ব্রেন স্ট্রোক, কোমা, অ্যাক্সিডেন্ট ,বার্নের মত এমার্জেন্সির ক্ষেত্রে পেশেন্টকে ভর্তি করার সময় বা তারপরেই মোটা অঙ্কের টাকা ডিপোজিট মানি জমা দেওয়ার বিষয়ে ভয় পাওয়ার দরকার নেই । একমাত্র কলকাতার ডিসান হসপিটাল , আপনাকে ডিপোজিট মানি ছাড়াই ভর্তির পরিষেবা দেয় । ডিসানের 24 ঘন্টা হেল্পলাইন নম্বরে ফোন করলেই আপানকে ক্রিটিক্যাল কেয়ার পরিষেবা দিয়ে সাহায্য করতে ডিসান এমার্জেন্সি টিম এগিয়ে আসবে । এমনকি মাঝরাতেও । এইভাবে দিন- রাত হার্ট অ্যাটাক , ব্রেন স্ট্রোক , কোমা, অ্যাক্সিডেন্ট ,বার্নের মত মেডিক্যাল এমার্জেন্সিতে ডিপোজিট মানি ছাড়াই ক্রিটিক্যাল পেশেন্টদের ভর্তি করা হয় ডিসানে ।
এমার্জেন্সি চিকিৎসার জন্য 24 ঘন্টা স্পেশালিস্ট ডাক্তার
অন্যান্য হসপিটালে বেশিরভাগ সময় স্পেশালিস্ট ডাক্তার 12 ঘন্টার ভিতর নিজে উপস্থিত হয়ে রোগীকে চিকিৎসা শুরু করেন । তার আগে মেডিক্যাল অফিসাররাই রোগীর ট্রিটমেন্ট করেন । একমাত্র কলকাতার ডিসান হসপিটাল , এমার্জেন্সি চিকিৎসায় রোগীকে ভর্তি করার সঙ্গে সঙ্গে স্পেশালিস্ট ডাক্তার এসে চিকিৎসা করেন । হার্ট অ্যাটাক , ব্রেন স্ট্রোক ,কোমা, বার্ন, অ্যাক্সিডেন্টের মত এমার্জেন্সিতে সময় নষ্ট না করে রোগী হসপিটালে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গেই স্পেশালিস্ট ডাক্তার চিকিৎসা শুরু করে দেন । এতে রোগীর বাঁচার সম্ভাবনা আরও বেড়ে যায় ।
যখন একজন মুমূর্ষ রোগী জীবনদায়ী ভেন্টিলেটর না পায় তখন …
ডাক্তারের কাছে তাকে বাঁচিয়ে তোলার একটাই রাস্তা থাকে , ভেন্টিলেটর । কিন্তু সঠিক সময়ে প্রয়োজনে ICU পেশেন্টের জন্য জীবনদায়ী ভেন্টিলেটর না পাওয়া গেলে রোগীর প্রান সংশয়ের আশঙ্কা দেখা দেয় । একমাত্র ডিসানেই প্রতিটি ICU বেডের সঙ্গে জীবনদায়ী ভেন্টিলেটর রয়েছে । যদিও এই ভেন্টিলেটর গুলি অনেক ব্যয়বহুল । অন্যান্য হসপিটালে 10 টি বেডের জন্য 4টি ভেন্টিলেটর মজুত থাকে হয়তো ।
24 ঘন্টা বার্নস ইউনিট
ডিসান হসপিটালের বার্ন ইউনিট কলকাতার একমাত্র টার্শিয়ারি লেভেল বার্ন্স ইউনিট বা ত্রিস্তরীয় বার্ন্স ইউনিট । ডিসানের বার্ন ইউনিট রোগী ও তার পরিবারকে উচ্চমানের বার্ন চিকিৎসা পরিষেবা দিয়ে থাকে । আমরা পরিচ্ছন্ন পরিবেশে , যত্ন ও আন্তরিকতার সাথে সর্বাঙ্গীন বার্ন চিকিৎসা পরিষেবা দিয়ে থাকি ।ডিসানের বার্ন ইউনিটের বিশেষত্ব :