এমার্জেন্সি নম্বর: 90 5171 5171

EMERGENCY NUMBER : 90 5171 5171

কার্ডিওলজি

 

যেসব রোগীর কার্ডিওভ্যাস্কুলার (হার্ট সম্পর্কিত) সমস্যা বা রোগ আছে, তাদের চিকিৎসায় কার্ডিওলজিস্ট বা হৃদরোগ বিশেষজ্ঞ এর ভূমিকা খুব গুরুত্বপূর্ন ।

 

বিশ্বমানের পরিষেবা

দেশের বিশিষ্ঠ চিকিৎসক দ্বারা পরিচালিত ডিসানের কার্ডিওলজি বিভাগ, অভিজ্ঞ ও দক্ষ চিকিৎসক দ্বারা সব সময়ের জন্য উন্নতমানের চিকিৎসা পরিষেবা দিয়ে থাকে । কার্ডিওলজি বিভাগের আউট পেশেন্ট ডিপার্টমেন্ট বা OPD থেকেও রোগীরা ডিসানের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নিতে পারেন, এর ফলে রোগীর দ্রুত রোগ নির্নয় ও চিকিৎসা সম্ভব হয় ।

ডিসানে কার্ডিয়াক সমস্যা বা হৃদ রোগের চিকিৎসার জন্য অত্যাধুনিক যন্ত্র বা ইক্যুইপমেন্ট রয়েছে । ডিসানে দৈনিক বা রুটিন ট্রেডমিল, ইকোকার্ডিগ্রাফি, কালার ডপ্লার স্টাডিস ছাড়াও রেডিয়াল অ্যাঞ্জিওপ্লাস্টি ও রেডিয়াল অ্যাঞ্জিওগ্রাফি করা হয়, যেগুলি এখনো পর্যন্ত ভারতের খুবই কম জায়গাতেই করা হয় ।

 

রেডিয়াল অ্যাঞ্জিওগ্রাফি

রেডিয়াল অ্যাঞ্জিওগ্রাফিতে, ক্যাথিয়েটর রোগীর থাই বা পা থেকে প্রবেশ না করিয়ে, হাত থেকে প্রবেশ করানো হয় । এটি অ্যাঞ্জিওগ্রাফি করার অপেক্ষাকৃত নতুন একটি পদ্ধতি এবং রেডিয়াল অ্যাঞ্জিওগ্রাফি করার সময় রোগীর অপেক্ষাকৃত কম ব্যাথা লাগে, ফলে রোগীকে সারারাত হসপিটালেও থাকতে হয় না । ডিসানে রেডিয়াল অ্যাঞ্জিওগ্রাফির মত জটিল চিকিৎসা পদ্ধতির জন্য প্রয়োজনীয় পরিকাঠামো ও অত্যাধুনিক সরঞ্জাম বা উপকরন রয়েছে । ডিসান, কলকাতার সেই সব অল্প সংখ্যক হসপিটালের মধ্যে অন্যতম, যেখানে প্রায় প্রতিদিনই অত্যন্ত সফল ভাবে রেডিয়াল অ্যাঞ্জিওগ্রাফি করা হয়ে থাকে।

 

রেডিয়াল অ্যাঞ্জিওপ্লাস্টি

রেডিয়াল অ্যাঞ্জিওপ্লাসটিও, কলকাতায় প্রথম হাতেগোনা যে কয়েকটি হসপিটাল সফল ভাবে করা শুরু করে, ডিসান তাদের মধ্যে অন্যতম । এই পদ্ধতিতে অ্যাঞ্জিওপ্লাস্টি করার সময় ক্যাথিয়েটর হাতের কব্জি থেকে প্রবেশ করানো হয় । রেডিয়াল অ্যাঞ্জিওপ্লাস্টিতে ইনফেকশন বা রক্তপাত এর সম্ভাবনা প্রায় থাকেই না ।

আরও জানতে
ই-মেল:info@desunhospital.com (24 ঘন্টা) অথবা,
 ফোন:(+91) 86977 21124 / (+91) 83340 31345 (সোম – শনি, সকাল 10 টা – সন্ধ্যে 6 টা)

Important Contacts

দ্রুত যোগাযোগ

আপনার প্রতিবেদন সংযুক্ত