এমার্জেন্সি নম্বর : 90 5171 5171 / 83 3403 1345
ডিসানের কার্ডিওলজি বিভাগে , কার্ডিওলজি বা হার্ট সম্পর্কিত যেকোন সমস্যায় বিশ্বমানের চিকিৎসা দেওয়ার জন্য, সরকারী ও ব্যাক্তিগত উভয় চিকিৎসা সংস্থারই দক্ষ চিকিৎসক রয়েছে । অভিজ্ঞতা ও দক্ষতার মেলবন্ধনে, ডিসানের কার্ডিওলজি বিভাগ উন্নতমানের চিকিৎসা পরিষেবা দিতে সম্পূর্ন সফল । রোগীরা হসপিটালের আউট পেশেন্ট ডিপার্টমেন্ট বা বর্হি রোগী চিকিৎসা বিভাগ থেকেও, কার্ডিওলজিস্ট বা হৃদ-রোগ বিশেষজ্ঞের কাছ থেকে পরামর্শ নিতে পারেন । এর ফলে রোগীর সঠিক ও কার্যকর চিকিৎসা ও পরীক্ষা নিরীক্ষা খুব তাড়াতাড়ি শুরু করা সম্ভব হয় ।
কার্ডিয়াক চিকিৎসার জন্য প্রয়োজনীয়, অত্যাধুনিক সব সরঞ্জাম বা ইনস্ট্রুমেন্ট ডিসানে রয়েছে । দৈনিক বা রুটিন ট্রেডমিল, ইকোকার্ডিওগ্রাফি, কালার ডপ্লার স্টাডিস ছাড়াও ডিসানে, রেডিয়াল অ্যাঞ্জিওপ্লাস্টি ও রেডিয়াল অ্যাঞ্জিওগ্রাফির (স্টেন্ট সহ) মত অত্যাধুনিক চিকিৎসা যা এদেশে সম্পূর্ন নতুন, সেগুলিও দক্ষতার সাথে করা হয়ে থাকে ।
ডিসানে, রেডিয়াল অ্যাঞ্জিওগ্রাফি করার সময় ক্যাথিয়েটর, পা বা কুচকি থেকে ধমনীতে প্রবেশ না করিয়ে হাত থেকে করা হয় যা, অ্যাঞ্জিওগ্রাফি করার তুলনামূলক নতুন একটি পদ্ধতি। ডিসান কলকাতার অল্প সংখ্যক সেই হসপিটাল গুলির মধ্যে, অন্যতম যেখানে রেডিয়াল অ্যাঞ্জিওগ্রাফি খুবই সফল ভাবে করা হয় । রেডিয়াল অ্যাঞ্জিওগ্রাফি পদ্ধতিতে, রোগীর ব্যাথা অনেক কম লাগে ও রোগী কে হসপিটালেও থাকতে হয় না ।
উন্নতমানের চিকিৎসা পরিষেবা ও অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে, ডিসানে রেডিয়াল অ্যাঞ্জিওগ্রাফির মত অত্যাধুনিক ও জটিল চিকিৎসা করা সম্ভব হয় ।
ডিসান, কলকাতার সেই সব হসপিটাল গুলির মধ্যে অন্যতম, যেখানে সবার আগে সাফল ভাবে রেডিয়াল অ্যাঞ্জিওপ্লাস্টি করা শুরু হয় । এই পদ্ধতিতে, ক্যাথিয়েটর হাতের কব্জির কাছ থেকে প্রবেশ করানো হয় ও তারপর সাধারন অ্যাঞ্জিওপ্লাস্টি করার পদ্ধতিতেই, রেডিয়াল অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয় । এই পদ্ধতিতে রোগীর ইনফেকশন বা রক্তপাত হওয়ার সম্ভাবনা তেমন থাকেই না ।
ডিসানে অত্যাধুনিক ক্যাথল্যাব ও অনান্য সরঞ্জাম থাকার ফলে করোনারী অ্যাঞ্জিওগ্রাফি, অ্যাঞ্জিওপ্লাস্টি, বেলুন ভ্যালভুলোপ্লাস্টির মত গুরুত্বপূর্ন চিকিৎসা সম্বন্ধনীয়, পরীক্ষা-নিরীক্ষা করা সম্ভব হয় ।
করোনারী অ্যাঞ্জিওগ্রাফি হল, হার্টের রক্তবাহের বা ব্লাড ভেসেলের একটি বিশেষ এক্স-রে চিত্র । ফিলিপস থেকে আনা অত্যাধুনিক ডিজিটাল ক্যাথল্যাবের সাহায্যে এটি করা হয়ে থাকে ।
ডিসানে, অত্যাধুনিক ক্যাথল্যাবের সাহায্যে, হার্টের করোনারী ধমনীর বা আর্টারির সরু হয়ে যাওয়া অংশে, বেলুন বা স্টেন্ট বসিয়ে করোনারী বা বেলিন অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয় । কখনও কখনও, স্টেন্ট স্থায়ী ভাবেও বসানো হয়ে থাকে ।
পেসমেকার একটি ছোট যন্ত্র, যা হার্টকে স্বাভাবিক ভাবে কাজ করতে সাহায্য করে কলারবোনের কাছে, চামড়ার নীচে পেসমেকার টি অপেরেশনের মাধ্যমে বসানো হয় । ডিসানে যেকোন বয়সী রোগীদের হার্টের সব ধরনের সমস্যার চিকিৎসা করা হয় । এমারজেন্সীর সময় কার্ডিয়াক বা হার্টের কোন সমস্যার চিকিৎসার জন্য, কলকাতায় ডিসানই সেরা ।
ডিসানে, ভারতের অন্যতম সেরা কার্ডিওলজিস্ট বা হৃদ বিশেষজ্ঞের দল রয়েছে । অভিজ্ঞ ও দক্ষ চিকিৎসক দ্বারা পরিচালিত, ডিসানের কার্ডিয়াক বিভাগে অত্যাধুনিক সব কার্ডিয়াক সার্জারী অত্যন্ত সফল ভাবে করা হয়ে থাকে ।
ক্রিটিক্যাল কেয়ার বেডের মধ্যে, 90 টি বেড শুধুমাত্র কার্ডিও-থোরেসিস সার্জারী পেশেন্ট দের জন্য নির্দিষ্ট, 2 টি অপারেশন থিয়েটর সম্পূর্নভাবে, ভ্যালভ্ রিপ্লেসমেন্ট থেকে হার্টের জন্মগত বা কনজেনিটাল কোন খুঁত ঠিক করার সার্জারী থেকে সমস্ত ধরনের কার্ডিয়াক সার্জারী করার জন্য নির্দিষ্ট । অপারেশনের পরও রোগীকে, বিশেষ দেখভালে রাখা হয় । ঝুঁকিপূর্ন যেকোন কার্ডিয়াক সার্জারীর জন্য, ডিসানই সেরা ।
ডিসানের অত্যাধুনিক অপারেশন থিয়েটর সম্পূর্ন স্টীলের তৈরী যার ফলে রোগীদের অপারেশন করার সময় ইনফেকশন হওয়ার সম্ভাবনা প্রায় থাকেই না ।
করোনারী আর্টারী বাইপাস সার্জারী বা CABG, সার্জারী করার একটি পদ্ধতি যার সাহায্যে বুক, হাত বা পা থেকে শিরা বা ধমনী নিয়ে হার্টের ধমনীর ( করনারী আর্টারী) সাথে যুক্ত করে, রক্ত চলাচলের অন্য আরেকটি পথ করে দেওয়া হয় । হার্টের করোনারী সম্পর্কিত কোনো সমস্যায় বা হার্টে রক্ত প্রবাহ কমে গেলে, এই অপেরেশনের মাধ্যমে রক্ত প্রবাহ স্বাভাবিক করা হয় । বর্তমানে বাইপাস সার্জারী, করোনারী সংক্রান্ত রোগের চিকিৎসায় খুব প্রচলিত ও সফল একটি অপারেশন ।
ডিসানে “বিটিং হার্ট বাইপাস” নামে অত্যাধুনিক পদ্ধতিতে, অত্যন্ত সফলভাবে বাইপাস সার্জারী করা হয় |
ওপেন হার্ট সার্জারী, হার্টের একটি অপারেশন যা হার্ট-লাং বাইপাস মেশিনের সাহায্যে করা হয়ে থাকে । ডিসানে প্রায় প্রত্যেকদিনই অত্যন্ত সফল ভাবে হার্টের বিভিন্ন সার্জারী করা হয়ে থাকে ।
মিনিম্যালি ইনভ্যাসিভ ভ্যালভ্ সার্জারী (সার্জারী করার সহজ একটি পদ্ধতি, যেখানে শরীরে বড় কাটা-চেরা করা হয় না) পদ্ধতিতে, অত্যাধুনিক যন্ত্রের ব্যবহার করা হয় ও বুকে ছোট ফুটো করে হার্টের অপারেশন করা হয় বা হার্টের ভ্যালভ্ বদলে দেওয়া হয় ।
ডিসানে, মিনিম্যালি ইনভ্যাসিভ ভ্যালভ্ সার্জারী পদ্ধতিতে যেসব অপারেশন করা হয়, সেগুলি হল-
মিনিম্যালি ইনভ্যাসিভ সার্জারীর কিছু সুবিধে রয়েছে, সেগুলি হল –
হার্ট পোর্ট সার্জারী, হার্টের চিকিৎসায় এক অত্যাধুনিক প্রযুক্তি । হার্ট পোর্ট প্রযুক্তি, উত্তর ক্যালিফোর্নিয়ার থেকে ডিসান এনেছে, এবং এই প্রযুক্তির সাহায্যে, বিভিন্ন ধরনের হার্ট সার্জারী না কেটে শুধু ফুটো করে করা হয় । এর ফলে রোগীর ইনফেকশন হওয়ার সম্ভাবনা খুব কম থাকে ও রোগী খুব তাড়াতাড়ি সুস্থও হয়ে ওঠেন ।
ডিসানে, হার্ট পোর্ট প্রযুক্তির সাহায্যে প্রায় প্রতিদিনই যেসব সার্জারী হয়ে থাকে সেগুলি হল-