এমার্জেন্সি নম্বর: 90 5171 5171
বার্ন সবচাইতে সাংঘাতিক ট্রমার মধ্যে একটি । অধিক পুরে যাওয়া বার্ন রোগীর ইনফেকশন হওয়ার সম্ভাবনা কমাতে ও জীবিত থাকার জন্য, খুব তাড়াতাড়ি বিশেষ চিকিৎসার প্রয়োজন হয় । বার্নের মত দূর্ঘটনা ঘটলে, রোগী কে যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসার জন্য দক্ষ বার্ন ইউনিটে ভর্তি করা উচিত কারন বার্নের জায়গায় ইনফেকশন খুব দ্রুত ছড়ায় যদি সঠিক সময়ে চিকিৎসা শুরু করা না হয় ।
ডিসান হসপিটালের বার্ন ইউনিট কলকাতার একমাত্র টার্শিয়ারি লেভেল বার্ন্স ইউনিট বা ত্রিস্তরীয় বার্ন্স ইউনিট । ডিসানের বার্ন ইউনিট রোগী ও তার পরিবারকে উচ্চমানের বার্ন চিকিৎসা পরিষেবা দিয়ে থাকে । আমরা পরিচ্ছন্ন পরিবেশে, যত্ন ও আন্তরিকতার সাথে সর্বাঙ্গীন বার্ন চিকিৎসা পরিষেবা দিয়ে থাকি ।
প্রাণঘাতী বার্ন থেকে সব ধরনের বার্নের চিকিত্তসা ডিসানে করা হয়ে থাকে । যে কোন ডিগ্রী বার্নের জন্য ডিসান, অত্যাধুনিক ও উচ্চমানের চিকিৎসা পরিষেবা দিয়ে থাকে ।
ফাস্ট ডিগ্রী বার্ন: ফাস্ট ডিগ্রী বার্নে তবকের একদম বাইরের অংশ অর্থাৎ এপিডারমিস ক্ষতিগ্রস্থ হয়ে থাকে । এই ধরনের বার্নে কোন রকম ক্ষতের দাগ দেখা যায় না যেমন, রোদে পোড়া ।
সেকেন্ড ডিগ্রী বার্ন: এই ধরনের বার্নে তবকের এপিডারমিস ও তার নিচের ডারমিস ক্ষতিগ্রস্থ হয় । সেকেন্ড ডিগ্রী বার্নের জন্য বিশেষ চিকিৎসা ও বার বার অ্যান্টিসেপ্টিক ডিয়ে ড্রেসিং করার প্রয়োজন হয় । সেকেন্ড ডিগ্রী বার্ন রোগী, সাধারণত 3 সপ্তাহের মধ্যে বার্ন ইউণিটে সুস্থ হয়ে যান ও এক্ষেত্রে রোগীর দেহে কিছু পোড়া দাগ দেখা যায় ।
থার্ড ডিগ্রী বার্ন: এই ক্ষেত্রে সম্পূর্ন ত্বক ও ত্বকের নিচের মাংশ বা মাস্ল পুড়ে যায় । থার্ড ডিগ্রী বার্ন রোগীর, অত্যাধুনিক বার্ন ইউনিটে স্কিন গ্রাফটিং করানোর প্রয়োজন হয়।
ডিসানের বার্ন ইউনিট ও ICU এর পরিকাঠামো ও চিকিৎসা পরিষেবা, এই সব ধরনের বার্ন কেস সামলানোয় সম্পঊর্ন উপযুক্ত ও দক্ষ ।
একটি বিশেষ দলগত প্রচেষ্টার মাধ্যমে, বার্ন রোগী ও তার পরিবারকে বার্নের চিকিৎসা পরিষেবা দিয়ে থাকি । আমাদের অত্যন্ত দক্ষ বার্ন ক্রিটিক্যাল বার্ন কেয়ার ইউনিটে রয়েছে অভিজ্ঞ, যত্নশীল বিশেষজ্ঞদের একটি দল যারা ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন ও নার্সিং -এ বিশেষ ভাবে দক্ষ ।
পূর্ব ভারতে আমরা একমাত্র বার্ন ইউনিট যেখানে, বার্ন রোগীদের মানসিক সমস্যা বা ট্রমার জন্য একজন মনোবিদ বা সাইকিয়াট্রিস্ট রয়েছে ।
ডিসানের বার্ন ইউনিট এমন বিশেশজ্ঞদের নিয়ে গঠিত যারা রোগীর দক্ষ চিকিৎসা ও উন্নত পরিষেবা সুনিশ্চিত করে ও খেয়াল রাখেন রোগী যেন চিকিত্তসার মাধ্যমে সুস্থ হয়ে ওঠেন । ডিসানের বার্ন টিমে রয়েছে-
একটি বিশেষ দলগত প্রচেষ্টার মাধ্যমে, বার্ন রোগী ও তার পরিবারকে বার্নের চিকিৎসা পরিষেবা দিয়ে থাকি । আমাদের অত্যন্ত দক্ষ বার্ন ক্রিটিক্যাল বার্ন কেয়ার ইউনিটে রয়েছে অভিজ্ঞ, যত্নশীল বিশেষজ্ঞদের একটি দল যারা ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন ও নার্সিং -এ বিশেষ ভাবে দক্ষ ।