এমার্জেন্সি নম্বর : 90 5171 5171 / 83 3403 1345
ব্যাক এইক বা পিঠের ব্যাথা, খুবই সাধারন একটি সমস্যা যা 30 থেকে 50 বছর বয়সী মানুষের মধ্যে 80 থেকে 90 শতাংশ মহিলা ও পুরুষদের ক্ষেত্রে হতে দেখা যায় । পিঠের নিচের অংশে ব্যাথা হওয়ার অন্যতম কারন হল, বয়স ও অত্যাধিক কাজকর্ম করা । এর ফলে, মানুষ শারীরিক, মানসিক ও সামাজিক ভাবেও কিছুটা অক্ষম হয়ে যায় ।
অ্যাক্সিডেন্ট, মেরুদন্ডে লাগা কোন চোট বা ডিজেনেরেটিভ কোন ডিসিস থেকেও পিঠের মেরুদন্ডে ব্যাথা হতে পারে ।
টিউমার বা আর্থ্রাইটিস, অ্যার্যািকনয়ডিটিস এর মতন ইনফ্লেমেটরি রোগ, কঞ্জেনটিয়াল বা জন্মগত কোন সমস্যা, মেনিঞ্জাইটিস, ভার্টিব্রাল অস্টিওমাইলিটিস এর মতন ইনফেকশন এমনকি ইউরিনারি ইনফেকশনের ফলেও ক্রনিক বা স্থায়ী ব্যাক এইকের সমস্যা দেখা দিতে পারে ।
ব্যাক এইকের কারন জানা ও তার জন্য প্রয়োজনীয় চিকিৎসা করানো অত্যন্ত গুরুত্বপূর্ন । ডিসানের, ব্যাক এইক ক্লিনিকে, ব্যাক এইক বা মেরুদন্ডের ব্যাথা সম্পর্কিত যেকোন সমস্যার সম্পূর্ন ক্লিনিক্যাল ও রেডিওলজিক্যাল চিকিৎসা করা হয় ।
প্রয়োজনে, মিনিম্যালি ইনভ্যাসিভ পদ্ধতিতে সার্জারীও করা হয় । ফিসিওথেরাপি, রিহ্যাবিটেশন অ্যাক্টিভিটি প্রভৃতির সাহায্যে ডিসানে, ব্যাক এইকের চিকিৎসা করা হয় ।