এমার্জেন্সি নম্বর: 90 5171 5171

EMERGENCY NUMBER : 90 5171 5171

24 ঘন্টা বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত

 

হার্ট অ্যাটাক ,ব্রেন স্ট্রোক, কোমা ,বার্ন, অ্যাক্সিডেন্টের মত মেডিক্যাল এমার্জেন্সিতে সবার আগে প্রয়োজন দ্রুত চিকিৎসা । কলকাতার ডিসান হসপিটাল ,কঠিন সময়ে দ্রুত এমার্জেন্সি চিকিৎসা শুরু করে বহু মানুষের প্রাণ বাঁচিয়েছে । রাত 2টোতেও হার্ট অ্যাটাক ,ব্রেন স্ট্রোক, কোমা ,বার্ন, অ্যাক্সিডেন্টের মত মেডিক্যাল এমার্জেন্সিতে ডিসান এমার্জেন্সি টিম বিভিন্ন বিভাগের স্পেশালিস্ট ডাক্তার এনে দ্রুত চিকিৎসা শুরু করে ।

মেডিক্যাল এমার্জেন্সি : অন্যান্য হসপিটালের সাথে ডিসানের তফাৎ কোথায় ?

অন্যান্য হসপিটালে বেশিরভাগ সময় স্পেশালিস্ট ডাক্তার রোগী ভর্তি হওয়ার 12 ঘন্টার ভিতর নিজে উপস্থিত হয়ে রোগীকে চিকিৎসা শুরু করেন না সচরাচর । তার আগে মেডিক্যাল অফিসাররাই রোগীর ট্রিটমেন্ট করেন । একমাত্র ডিসান হসপিটালে এমার্জেন্সি চিকিৎসায় রোগীকে ভর্তি করার সঙ্গে সঙ্গে স্পেশালিস্ট ডাক্তার এসে চিকিৎসা করেন তখুনি। হার্ট অ্যাটাক , ব্রেন স্ট্রোক ,কোমা, বার্ন, অ্যাক্সিডেন্টের মত এমার্জেন্সিতে সময় নষ্ট না করে রোগী হসপিটালে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গেই স্পেশালিস্ট ডাক্তার চিকিৎসা শুরু করে দেন । এতে রোগীর বাঁচার সম্ভাবনা আরও বেড়ে যায় ।

হার্ট অ্যাটার্ক ,ব্রেন স্ট্রোক ,কোমা, অ্যাক্সিডেন্টের মত মেডিক্যাল এমার্জেন্সিতে ডিসান হসপিটাল নি:সন্দেহে আপনার প্রথম পছন্দ ।

আরও জানতে
ই-মেল:info@desunhospital.com (24 ঘন্টা) অথবা,
 ফোন:(+91) 86977 21124 / (+91) 83340 31345 (সোম – শনি, সকাল 10 টা – সন্ধ্যে 6 টা)

Important Contacts

দ্রুত যোগাযোগ

আপনার প্রতিবেদন সংযুক্ত