এমার্জেন্সি নম্বর: 90 5171 5171

EMERGENCY NUMBER : 90 5171 5171

প্রত্যেকটি ICU বেডের জন্য, একটি করে জীবনদায়ী ভেন্টিলেটর নির্দিষ্ট

 

যখন রোগী স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিতে পারে না ,তখন ভেন্টিলেটরের সাহায্যে কৃত্রিম ভাবে তার শ্বাস প্রশ্বাস চালানো হয়, প্রাণ বাঁচানোর জন্য । তাই ভেন্টিলেটর হল হসপিটালের একটি অত্যন্ত গুরুত্বপূর্ন জীবনদায়ী যন্ত্র । একমাত্র কলকাতার ডিসান হসপিটালেই প্রতিটি ICU বেডের সঙ্গে জীবনদায়ী ভেন্টিলেটর আছে ।

মেডিক্যাল এমার্জেন্সি : অন্যান্য হসপিটালের সাথে ডিসানের তফাৎ কোথায় ?

একমাত্র কলকাতার ডিসান হসপিটালেই প্রতিটি ICU বেডের সঙ্গে জীবনদায়ী ভেন্টিলেটর আছে । অন্যান্য হসপিটালে 10 টি বেডের ICU তে 4টি ভেন্টিলেটর মজুত থাকে । যখন সেই 4টি একই সাথে ব্যবহার হতে থাকে , যা হামেশাই ঘটে তখন যদি আপনি হতভাগ্য পাঁচ নম্বর পেশেন্ট হয়ে থাকেন ,যার ভেন্টিলেটর প্রয়োজন তখন সেই হসপিটালের পক্ষে আপনাকে ভেন্টিলেটর দেওয়া সম্ভব নয় । দিনের শেষে ফলটা নি:সন্দেহে দু:খজনক কিন্তু এড়ানো যাবে না । শহরের সেরা স্পেশালিস্ট ডাক্তারই হয়তো আপনাকে দেখছিলেন । কিন্তু সঠিক সময়ে হসপিটাল যদি জীবনদায়ী ভেন্টিলেটর দিতে না পারে সেক্ষেত্রে একজন সেরা ডাক্তারও বিশেষ কিছু করে উঠতে পারবেন না । সঠিকসময়ে বহু মুমূর্ষু রোগীকে জীবনদায়ী ভেন্টিলেটর দিয়ে তাদের প্রাণ বাঁচাতে সক্ষম হয়েছে ডিসান ।

যদি রোগীর অবস্থা আশঙ্কাজনক হয় , বা হার্ট অ্যাটার্ক ,ব্রেন স্ট্রোক ,কোমা, অ্যাক্সিডেন্টের মত মেডিক্যাল এমার্জেন্সিতে কলকাতার ডিসান হসপিটাল , নি:সন্দেহে আপনার প্রথম পছন্দ ।

আরও জানতে
ই-মেল:info@desunhospital.com (24 ঘন্টা) অথবা,
 ফোন:(+91) 86977 21124 / (+91) 83340 31345 (সোম – শনি, সকাল 10 টা – সন্ধ্যে 6 টা)

Important Contacts

দ্রুত যোগাযোগ

আপনার প্রতিবেদন সংযুক্ত