এমার্জেন্সি নম্বর: 90 5171 5171
যখন রোগী স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিতে পারে না ,তখন ভেন্টিলেটরের সাহায্যে কৃত্রিম ভাবে তার শ্বাস প্রশ্বাস চালানো হয়, প্রাণ বাঁচানোর জন্য । তাই ভেন্টিলেটর হল হসপিটালের একটি অত্যন্ত গুরুত্বপূর্ন জীবনদায়ী যন্ত্র । একমাত্র কলকাতার ডিসান হসপিটালেই প্রতিটি ICU বেডের সঙ্গে জীবনদায়ী ভেন্টিলেটর আছে ।
মেডিক্যাল এমার্জেন্সি : অন্যান্য হসপিটালের সাথে ডিসানের তফাৎ কোথায় ?
একমাত্র কলকাতার ডিসান হসপিটালেই প্রতিটি ICU বেডের সঙ্গে জীবনদায়ী ভেন্টিলেটর আছে । অন্যান্য হসপিটালে 10 টি বেডের ICU তে 4টি ভেন্টিলেটর মজুত থাকে । যখন সেই 4টি একই সাথে ব্যবহার হতে থাকে , যা হামেশাই ঘটে তখন যদি আপনি হতভাগ্য পাঁচ নম্বর পেশেন্ট হয়ে থাকেন ,যার ভেন্টিলেটর প্রয়োজন তখন সেই হসপিটালের পক্ষে আপনাকে ভেন্টিলেটর দেওয়া সম্ভব নয় । দিনের শেষে ফলটা নি:সন্দেহে দু:খজনক কিন্তু এড়ানো যাবে না । শহরের সেরা স্পেশালিস্ট ডাক্তারই হয়তো আপনাকে দেখছিলেন । কিন্তু সঠিক সময়ে হসপিটাল যদি জীবনদায়ী ভেন্টিলেটর দিতে না পারে সেক্ষেত্রে একজন সেরা ডাক্তারও বিশেষ কিছু করে উঠতে পারবেন না । সঠিকসময়ে বহু মুমূর্ষু রোগীকে জীবনদায়ী ভেন্টিলেটর দিয়ে তাদের প্রাণ বাঁচাতে সক্ষম হয়েছে ডিসান ।
যদি রোগীর অবস্থা আশঙ্কাজনক হয় , বা হার্ট অ্যাটার্ক ,ব্রেন স্ট্রোক ,কোমা, অ্যাক্সিডেন্টের মত মেডিক্যাল এমার্জেন্সিতে কলকাতার ডিসান হসপিটাল , নি:সন্দেহে আপনার প্রথম পছন্দ ।